সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ ১৪৩১

আজিমপুর কবরস্থানে ‘চাঁদাবাজি’, বিএনপি নেতা বহিষ্কার

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৫, ১২:১৫ পিএম

আজিমপুর কবরস্থানে ‘চাঁদাবাজি’, বিএনপি নেতা বহিষ্কার

রাজধানী আজিমপুর কবরস্থানে চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগ ওঠার পর লালবাগের ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আমিনকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (২জানুয়ারি)বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান মিন্টু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কারের কথা বলা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজিমপুর কবরস্থানে চাঁদাবাজির অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি রফিকুল আলম মজনু ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের নির্দেশে আমিনুল ইসলামকে পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তার সঙ্গে রাজনৈতিক ও সাংগঠনিক যোগাযোগ থেকে বিরত থাকতে বলা হয়েছে
 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!