মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৫, ২২ মাঘ ১৪৩১

সাবেক এমপি ডা. আব্দুল আজিজ গ্রেফতার

আইন-অপরাধ ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৫, ০৮:৩১ এএম

সাবেক এমপি ডা. আব্দুল আজিজ গ্রেফতার

সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক এমপি ডা.আব্দুল আজিজকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার রাতে রাজধানীর কলাবাগান থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-২ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু। তিনি বলেন,সোমবার রাতে রাজধানীর কলাবাগান থেকে সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক এমপি ডা. আব্দুল আজিজকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে সিরাজগঞ্জে একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে।
উল্লেখ্য, ডা. আব্দুল আজিজ ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ও ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!