বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৫ পৌষ ১৪৩১

শেখ হাসিনার সাবেক এপিএস শেখর ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

আইন-অপরাধ ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৫, ০৮:২৫ পিএম

শেখ হাসিনার সাবেক এপিএস শেখর ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

প্রায় ৩ কোটি (২ কোটি ৯৫ লাখ) টাকার অবৈধ সম্পদ ও ব্যাংক হিসাবে প্রায় ১১ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক এপিএস ও মাগুরা-১ আসনের সাবেক এমপি মো. সাইফুজ্জামান শেখর এবং তার স্ত্রী সিমা রহমানের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (৭ জানুয়ারি) দুদকের ঢাকা সমন্বিত কার্যালয়ে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রথম মামলায় আসামি মো. সাইফুজ্জামানের (শেখর) বিরুদ্ধে সরকারের দায়িত্বশীল পদে থেকে ক্ষমতার অপব্যবহার করে অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ ১ কোটি ৭৯ লাখ ৬২ হাজার ৫২১ টাকার সম্পদ অর্জন করে ভোগদখলে রাখা এবং নিজ নামীয় ব্যক্তিগত ও ব্যবসায়িক ৭টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে মোট ১০ কোটি ৯৮ লাখ ৮২ হাজার ৩১৫ টাকার সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেনের তথ্য মিলেছে।
দ্বিতীয় মামলায় তার স্ত্রী সিমা রহমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ ১ কোটি ১৬ লাখ ১ হাজার ৩৩২ টাকার সম্পদের প্রমাণ মিলেছে। এই মামলায় স্বামী মো. সাইফুজ্জামানকে (শেখর) সহযোগী আসামি করা হয়েছে।তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা; মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলা দুটি দায়ের করা হয়েছে। গত ১৫ অক্টোবর মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শেখর ও তার স্ত্রী সীমা রহমানের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করে দুদক।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!