শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১

শেখ হাসিনার বিাংদ্ধে মামলার প্রতিবেদন জমার তারিখ নির্ধারণ

আইন-অপরাধ ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৪, ০৫:৫৯ পিএম

শেখ হাসিনার বিাংদ্ধে মামলার প্রতিবেদন জমার তারিখ নির্ধারণ


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ১৯ জুলাই ঢাকার মোহাম্মদপুরে পুলিশের গুলিতে দোকানদার আবু সায়েদ মারা যান। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৬জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন আগামী ৮ জানুয়ারির মধ্যে জমা দেয়ার দিন ধার্য করেছেন আদালত।
এই মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মোক্তারুজ্জামান মঙ্গলবার (১০ ডিসেম্বর) কোনো প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকা মহানগর হাকিম আরিফুর রহমান নতুন দিন ধার্য করেন। এর আগে,গত ৯ নভেম্বর ঢাকার আরেক আদালত মঙ্গলবার (১০ ডিসেম্বর) এর মধ্যে পুলিশকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিলেন।
মামলার অপর আসামিরা হলেন-আওয়ামী  লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ডিবির সাবেক চেয়ারম্যান হারুন অর রশীদ, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান ও ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার।মঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালতে গত ১৩ আগস্ট মামলাটি করেন মোহাম্মদপুরের বাসিন্দা এস এম আমির হামজা। গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারত যাওয়ার পর শেখ হাসিনার বিরুদ্ধে এটিই ছিল প্রথম মামলা।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!