বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুসহ ৪ জনকে ডিএমপির কাছে হস্তান্তর

আইন-অপরাধ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৪, ০৯:৪৪ পিএম

শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুসহ ৪ জনকে ডিএমপির কাছে হস্তান্তর

অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার সময় ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা থেকে একাত্তর টেলিভিশনের সিইও মোজাম্মেল হক বাবু, দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত,একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান ও প্রাইভেটকারচালক সেলিমসহ চারজনকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে হস্তান্তর করেছে ধোবাউড়া থানা। আজ সোমবার দুপুর তিনটার দিকে তাদের ডিএমপিতে হস্তান্তর করা হয়।
এর আগে সকাল ৬টার দিকে ধোবাউড়া সীমান্তবর্তী মাইজপাড়া ও পোড়াকান্দুলিয়ার মাঝামাঝি এলাকা থেকে একটি প্রাইভেটকারসহ তাদের চার জনকে আটক করে এলাকাবাসী। পরে তারা থানায় খবর দেয়। 
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চাঁন মিয়া জানান, আজ দুপুর ৩টার দিকে আটক চারজনকে ডিএমপি সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তারা ঢাকার উদ্দেশে চলে গেছেন। এর আগে একজন ডেপুটি কমিশনারের নেতৃত্বে ডিএমপির ১৬ সদস্যের দল আজ দুপুরে ধোবাউড়া থানায় যান। ডিএমপির বিভিন্ন থানায় শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুর নামে মামলা রয়েছে।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!