সোমবার, ১১ নভেম্বর, ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১

ঢাবির হলে পিটিয়ে যুবক হত্যার ঘটনায় দুজন আটক

আইন-অপরাধ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৪, ০৫:১২ পিএম

ঢাবির হলে পিটিয়ে যুবক হত্যার ঘটনায় দুজন আটক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।  বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় ফজলুল হক মুসলিম হল থেকে ওই দুই শিক্ষার্থীকে আটক করে শাহবাগ থানার পুলিশ।
আটক শিক্ষার্থীরা হলেন পদার্থবিজ্ঞান বিভাগের জালাল আহমেদ, মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের মোহাম্মদ সুমন।আবাসিক হলে পিটিপড হত্যার ঘটনাড ঢাবি কর্তৃপক্ষের দুঃখ ৎুকাশ
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে গণপিটুনির শিকার হন এক যুবক।
পরে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজে (ঢামেক) নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ওই ব্যক্তির নাম তোফাজ্জল। তার বাড়ি বরিশালের বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নে। তার মা-বাবা কেউ বেঁচে নেই।
তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে।  
মূলত মোবাইল ফোন চুরিকে কেন্দ্র করে ঘটে এ হত্যাকানমব ঘটে। দুপুরে হলের মাঠে শিক্ষার্থীদের মধ্যকার ক্রিকেট খেলা চলাকালীন ৬টা হ্যান্ডসেট চুরি হয়ে যায়। রাত ৮টার দিকে তোফাজ্জল হলে ঢুকলে তাকে আটক করেন কয়েকজন শিক্ষার্থী।

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!