বৃহস্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫, ১৯ পৌষ ১৪৩১

বিপুর ৩ হাজার কোটি টাকার সন্দেহজনক লেনদেন,

আইন-অপরাধ ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৪, ০৭:৩৮ পিএম

বিপুর ৩ হাজার কোটি টাকার সন্দেহজনক লেনদেন,

ভুমিদূশ্য আওয়ামী লীগে সরকারের সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন(দুদক)। ৩৬ কোটি ৩৬ লাখ ৯৭ হাজার টাকার অবৈধ সম্পদ ও ৯৮ ব্যাংক হিসাবে ৩ হাজার ১৮১ কোটি ৫৮ লাখ ৮৩ হাজার টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগে এ মামলা করেছে দুদক।
দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।একই সঙ্গে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে নসরুল হামিদ বিপুর স্ত্রী সীমা হামিদ ও ছেলে জারিফ হামিদের নামেও পৃথক মামলা করেছে কমিশন।
এসব মামলায়ও আসামি করা হয়েছে নসরুল হামিদ বিপুকে। দুদক জানিয়েছে, দুর্নীতি ও ঘুষের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন করার উদ্দেশ্যে হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে বিপুর বিরুদ্ধে। অভিযোগ আচে বিপু তার বন্ধু রিহ্যাবের সাবেক সভাপতি শামসুল আলামিন কাজলের মাধ্যমে বিদেশে বিপুল পরিমান অর্থ পাচার করতেন।
 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!