মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১

নাঈমুল ও তার পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আইন-অপরাধ ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৫, ০৫:৩৬ পিএম

নাঈমুল ও তার পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ক্ষমতাচ্যুত সাবেক ধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রেস সচিব নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রীসহ তিন মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৫ফেব্রæয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেনের (গালিব) আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। মামলার অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের উপপরিচালক আফরোজা হক খান এ আবেদন করেন।
আবেদনে বলা হয়,নাঈমুল ইসলাম খানের বিরুদ্ধে ভিন্ন কোনো উৎস অর্থাৎ ঘুষ বা অবৈধ উপায়ে অর্থ অর্জনপূর্বক ওই অর্থের উৎস আড়াল করার জন্য তার নামীয়, তার স্ত্রী নাসিমা খান মন্টি, তিন মেয়ে লাবিবা নাঈম খান, যুলিকা নাঈম খান ও আদিভা নাঈম খানের নামীয় ১৬৩টি ব্যাংক হিসাবে ৩৮৬ কোটি টাকা জমা, ৩৭৯ কোটি টাকা উত্তোলন ও বর্তমানে আট কোটি ৭৬ লাখ টাকা স্থিতি থাকাসহ অবৈধ অর্থ ব্যাংকিং চ্যানেলে এনে মানিলন্ডারিং করাসহ নিজ ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের জন্য দুই সদস্যবিশিষ্ট টিম গঠন করা হয়।
আবেদনে আরও বলা হয়, গোপন সূত্রে জানা গেছে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হতে পারে। এজন্য তাদের বিদেশ যাওয়া বন্ধ করা প্রয়োজন। উল্লেখ্য, সুচুতুর ধুরন্ধর নাঈমুল ইসলাম খান অবৈধ সম্পদেও পাহাড়ের চুড়া আরও বড় করতে নানারকম সুবিধা স্ত্রীকে সঙ্গে নিয়ে স্বৈরাচারক্ষমতালোভী শেখ হাসিনার প্রেস সচিব নিয়োগ পেয়েই ধান্ধাবাজীর সিড়িতে পর্দাপন করার একটি সিন্ডিকেট নিয়ে শুরু করেছিলেন।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!