রবিবার, ৩০ মার্চ, ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

শেখরের বিরুদ্ধে হুলিয়া জারি

আইন-অপরাধ ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৫, ০৫:২৭ পিএম

শেখরের বিরুদ্ধে হুলিয়া জারি

শ্রমিকদের বেতন না দেওয়ায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক এপিএস ও দলীয় সাবেক এমপি সাইফুজ্জামান শেখরের বিরুদ্ধে হুলিয়া জারি করা হয়েছে। ময়মনসিংহে তার মালিকানাধীন রোয়ার ফ্যাশনের শ্রমিকদের বেতন না দেওয়ায় এ হুলিয়া জারি করা হয়।বৃহস্পতিবার ২৭ মার্চ দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন,শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের আপৎকালীন হিসাব থেকে শ্রমিকদের ১ কোটি ২৩ লাখ ৩৫ হাজার ৫৩৪ টাকা বেতন দেওয়া হচ্ছে।ইতিমধ্যে প্রিমিয়ার ব্যাংকের এমডিকে এই টাকা রিলিফ করার জন্য বলা হয়েছে বলে জানান তিনি। সাইফুজ্জামান শিখর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব ছিলেন। ২০১৮ সালে নির্বাচনে তিনি মাগুরা-১ আসনের এমপি হন। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি পলাতক রয়েছেন।জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা সাইফুজ্জামান শিখর ও তার স্ত্রী সীমা রহমানের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!