বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রী মন্টির আয়কর নথি জব্দ

আইন-অপরাধ ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৫, ০৮:৪৯ পিএম

নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রী মন্টির আয়কর নথি জব্দ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রী নাসিমা খান মন্টির আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত। রবিবার (৯ফেব্রæয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
আবেদনে বলা হয়, তিন মেয়েসহ নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রী নাসিমা খান মন্টির বিরুদ্ধে ভিন্ন কোনও উৎস অর্থাৎ ঘুষ বা অবৈধ উপায়ে অর্থ অর্জনপূর্বক ওই অর্থের উৎস আড়াল করার জন্য তাদের নামীয় ১৬৩টি ব্যাংক হিসাবে ৩৮৬ কোটি টাকা জমা, ৩৭৯ কোটি টাকা উত্তোলন এবং বর্তমানে ৮ কোটি ৭৬ লাখ টাকা স্থিতি থাকাসহ অবৈধ ব্যাংকিং চ্যানেলে আনয়ন করে মানিলন্ডারিংসহ নিজ ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের জন্য দুই সদস্য বিশিষ্ট টিম গঠন করে দুদক।
নাঈমুল ইসলাম খান ও নাসিমা খান মন্টি একজন আয়করদাতা। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের আয়কর নথি জব্দ করে পর্যালোচনা করা একান্ত প্রয়োজন।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!