শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১

তানভীর ইমাম ও স্বজনদের ৬৯ ব্যাংক হিসাব অবরুদ্ধ

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৫, ০৮:২৫ এএম

তানভীর ইমাম ও স্বজনদের ৬৯ ব্যাংক হিসাব অবরুদ্ধ

ক্ষমতাচ্যুত শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা প্রায়াত এইচটি ইমামের ছেলে সাবেক এমপি তানভীর ইমাম, তার স্ত্রী মাহিন ইমাম ও মেয়ে মানিজা ইসমত ইমামের ৬৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (১৯ ফেব্রæয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব শুনানি শেষে এই আদেশ দেন। জানা যায়, এসব হিসাবে ২০ কোটি ২৯ লাখ ৭৯ হাজার টাকা রয়েছে। এর মধ্যে তানভীরের নামে ৫৮টি, তার স্ত্রী মাহিনের তিনটি ও মেয়ে মানিজার আটটি হিসাব রয়েছে। এছাড়া তাদের নামে থাকা স্থাবর সম্পদ জব্দেরও আদেশ দেয়া হয়েছে।
জব্দ হওয়া স্থাবর সম্পদের মধ্যে তানভীর ইমামের নামে গুলশানে দুটি ফ্লোরের ৩০ শতাংশ হাউজ রয়েছে। যার প্রদর্শিত মূল্য ২৯ লাখ ৫০ হাজার টাকা। উত্তরায় ১৫০৮ স্কয়ার ফিটের অ্যাপার্টমেন্ট রয়েছে। এছাড়া তার তিনটি গাড়ি অবরুদ্ধ করা হয়েছে। তার স্ত্রী মাহিনের বসুন্ধরায় ৬০ লাখ টাকা মূল্যের অ্যাপার্টমেন্ট জব্দ করা হয়েছে। তাদের মেয়ে মানিজার এক কোটি ২৫ লাখ টাকা মূল্যের বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস লিমিটেডের পার্ক প্যনোরোমা প্রকল্প জব্দ করা হয়েছে।

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!