শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

জামিনে কারাগার থেকে বের হতেই সাবেক এমপিকে বেধড়ক পিটুনি

আইন-অপরাধ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৫, ১১:৩৯ পিএম

জামিনে কারাগার থেকে বের হতেই সাবেক এমপিকে বেধড়ক পিটুনি

আওয়ামী লীগের সাবেক এমপি অধ্যাপক ডা. আব্দুল আজিজ জামিনে কারাগার থেকে বের হলেই তাকে বেধড়ক পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা। মঙ্গলবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে পিটুনি দিয়ে তাকে থানায় সোপর্দ করা হয়। সিরাজগঞ্জ সদর থানার ওসি হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে,মঙ্গলবার সন্ধ্যায় জামিনে মুক্ত হন সিরাজগঞ্জ-৩ রায়গঞ্জ তাড়াশ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি ডা. আব্দুল আজিজ সরকার। জেলা কারাগার থেকে বের হওয়ার পরপরই জেলগেট থেকে তাকে তুলে নিয়ে পিটুনি দেয় উপস্থিত জনতা। তাকে তুলে নিয়ে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।ওসি হুমায়ুন কবির বলেন, সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজ থানা হেফাজতে রয়েছেন। তার বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া হবে পরবর্তীতে জানানো হবে।
উল্লেখ্য,গত ৩ ফেব্রæয়ারি রাতে র‌্যাব-২ এর একটি দল ঢাকার কলাবাগান থেকে আব্দুল আজিজকে গ্রেপ্তার করে। পরে র‌্যাব ১২-এর মাধ্যমে তাকে সিরাজগঞ্জের তাড়াশ থানায় হস্তান্তর করা হয়। ৪ ফেব্রæয়ারি দুপুরে তাড়াশ থানা পুলিশ হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করে। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তিন মাস কারাভোগের পর তিনি মঙ্গলবার জামিনে মুক্ত হন।

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!