শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫, ২০ পৌষ ১৪৩১

তিনটি সংসদ নির্বাচন অবৈধ ঘোষণা চেয়ে সারজিস-হাসনাতদের রিট

আইন-অপরাধ ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৪, ০৮:০২ পিএম

তিনটি সংসদ নির্বাচন অবৈধ ঘোষণা চেয়ে সারজিস-হাসনাতদের রিট

আওয়ামী লীগের অধীনে অনুষ্ঠিত বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনকে অবৈধ ঘোষণা করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সোমবার (২৮ অক্টোবর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. সারজিস আলমসহ তিনজন এ রিট করেন। অপর দুইজন আবুল হাসনাত ও হাসিবুল আলম।  
রিটে দশম,একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কেন অবৈধ ও আইনগত কর্তৃত্ব বর্হিভূত হবে না,ওই তিনটি নির্বোচনের পর জারি করা গেজেট কেন বাতিল করা হবে না মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে। রিটে ওই তিন নির্বাচনে সংসদ সদস্য হয়ে প্লট বরাদ্দ পাওয়া, ডিউটি ফ্রি গাড়ি আমদানিতে কাস্টম বেনিফিটসহ প্রদত্ত সুযোগ-সুবিধা বাতিলে কেন নির্দেশ দেওয়া হবে না সেই মর্মেও রুল জারির আবেদন করা হয়েছে।  
পরে সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্টে আন্দোলনের দুই সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ বলেন,দুটি রিট করেছি। এক. আওয়ামী লীগের বিগত তিনটি নির্বাচনকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং অবৈধভাবে প্রাপ্ত সুবিধাগুলো কেন ফিরিয়ে দিবে না সে বিষয়ে প্রথম রিট। দুই. এই মামলার রায় না হওয়া পর্যন্ত কেন তাদেরকে পলিটিক্যাল সকল অ্যাকটিভিটি থেকে বিরত রাখা হবে না সে বিষয়ে দ্বিতীয় রিট। দল হিসেবে নিষিদ্ধ কিংবা নিবন্ধন নিষিদ্ধের কোনো কথা রিটে নেই।’
রিট আবেদনে নির্বিচারে মানুষ হত্যা,গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করা,বেআইনি প্রক্রিয়ায় অসাংবিধানিকভাবে রাষ্ট্রক্ষমতা দখলের জন্য আওয়ামী লীগসহ ১১টি দলের সব ধরনের রাজনৈতিক কর্মকান্ড নিষিদ্ধের কেন নির্দেশ দেওয়া হবে না, এ মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে। একইসঙ্গে ১১টি দলের সব ধরনের রাজনৈতিক কর্মকান্ড নিষিদ্ধের পাশাপাশি ভবিষ্যতে সব ধরনের নির্বাচনে অংশগ্রহণ থেকে দলগুলোকে বিরত রাখতে কেন নির্দেশ দেওয়া হবে না, সে বিষয়েও রুল জারির আবেদন করা হয়েছে রিটে।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!