প্রচুর দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চলমান থাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। একই সঙ্গে তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বøকেরও আদেশ দিয়েছেন আদালত। ২৭ মে মঙ্গলবার ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দিয়েছেন। দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান তার দেশত্যাগে নিষেধাজ্ঞা ও এনআইডি বøক চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, গাজী সালাউদ্দীন তানভীর ক্ষমতার অপব্যবহার, তদবির বাণিজ্য, চাঁদাবাজি,টেন্ডার বাণিজ্যসহ নানাবিধ দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে নামে-বেনামে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে।অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা ও জাতীয় পরিচয়পত্র বøক করা একান্ত প্রয়োজন। উল্লেখ্য,গত ২১ এপ্রিল নাগরিক পার্টি থেকে তানভীরকে সাময়িক বহিষ্কার ও কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়।
আপনার মতামত লিখুন :