জীবনের শেষ সময়ে এমন একটি পরিবেশ আসবে তা হইতো সাবেক কৃষিমন্ত্রী শহীদ কেখনো ভাবেননি।লুটেরার রাজত্বে থেকে গত ১৫ বছর তারও আগে ৫ বছর অনিয়ম-দুর্নীতি করে মৌলভীবাজারে চা-বাগান দখল করে কোটি কোটি টাকার সম্পদ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সাবেক কৃষিমন্ত্রী ও জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস শহীদের বিরুদ্ধে। নিজ এলাকায় গড়েছেন লুটপাটের বাহিনীও। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলছেন,আইনি সহায়তার মাধ্যমে তার দখল করা সম্পদ উদ্ধারের কাজ চলছে।
খোঁজ নিয়ে জানা গেছে,আওয়ামী লীগ সরকারের সময়ে চা-বাগান প্রতিষ্ঠার নামে বন বিভাগের জমি দখল, বাগান বাড়ি নির্মাণ, হাইল-হাওরে মৎস্য খামার তৈরিসহ নানাভাবে সম্পদের পাহাড় গড়েন তিনি। চার একর জমি নিজের মালিকানায় নিয়ে ২০১৮ সালে কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাশে ‘সাবারী টি প্ল্যান্টেশন’ নামে চা বাগান গড়ে তোলেন। লাউয়াছড়া উদ্যানের পাঁচ একর পাহাড়ি জমি জোরপূর্বক দখল করে নেন। সরকারি খরচে পুরো চা বাগানজুড়ে পল্লী বিদ্যুতের লাইন টেনে বিদ্যুৎ সংযোগ ও পানি সেচের জন্য স্থাপন করেন ১৬টি গভীর নলকূপ।
এ ছাড়া কমলগঞ্জের কাঁঠালকান্দিতে আট একর পাহাড়ি এলাকা নিয়ে নির্মাণ করা হয় বাগানবাড়ি। সরকারি খরচে একাধিক গভীর নলকূপ স্থাপন এবং বিদ্যুতের জন্য আটটি সৌর প্ল্যান্ট নির্মাণ করেন আব্দুস শহীদ। পাশাপাশি শ্রীমঙ্গল বাইক্কাবিলের পাশে প্রায় ১১ একর জমি নিয়ে গড়ে তোলেন বিশাল মৎস্য খামার।কমলগঞ্জ এলাকায় কথা হয় চা বাগানের পাশে বসবাসকারী লোকজনের সঙ্গে। তাদের দাবি, আগে এখানে পাহাড়জুড়ে আনারস বাগান ছিল। সে পাহাড় কেটে তৈরি করা হয় চা-বাগান। বাগানে ১৬টি গভীর নলকূপ বসানো হয়েছে। এসব গভীর নলকূপের কারণে পাহাড়ি এলাকার লোকজন চাপকলে পানি পাচ্ছেন না।
এদিকে,লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাঁচ একর জমি সাবেক কৃষিমন্ত্রীর দখল থেকে মুক্ত করা হয়েছে। বাকিগুলোও দ্রæত উদ্ধারে ব্যবস্থা নেওয়ার কথা জানান সংশ্লিষ্টরা।
মৌলভীবাজার বন্যপ্রাণী রেঞ্জের সহকারী বন সংরক্ষক জামিল মোহাম্মদ খান বলেন,‘আগে চেষ্টা চালিয়ে জমি উদ্ধার করা না গেলেও এবার লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাঁচ একর জমি জবরদখল থেকে উদ্ধার করা হয়েছে। গত ১৫ সেপ্টেম্বর এই জমি উদ্ধার হয়। লাউয়াছড়া জাতীয় উদ্যানের এই জমিতে বন্যপ্রাণীর ফলমূল খাবার উপযোগী চারা গাছ লাগানো হয়েছে।মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) এ বি এম মিজানুর রহমান বিদ্যুৎ সংযোগের বিষয়ে জানান,সাবেক কৃষিমন্ত্রী শহীদের নামে এক কিলোওয়াট বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়।জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী খালেদুজ্জামান বলেন, বাগান বাড়ি এবং চা-বাগানে ডিপ টিউবওয়েল স্থাপনের বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
নামে-বেনামে ফ্ল্যাট ও লেবু-আনারস বাগান-মেয়ের নামে কমলগঞ্জ মাঝেরছড়া এলাকায় কয়েকশ একর টিলা-ভূমি ও জমি কিনেছেন। রাজধানীর উত্তরার ১০ নম্বর সেক্টরের ২ নম্বর রোডে বাসা, ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের জগদীশ পুর পেট্রোল পাম্প, ঢাকা ফার্মগেট এলাকায় জমি কিনে ভবন করে ভাড়া হিসেবে দেওয়া আছে সাবেক এই মন্ত্রীর।
শ্রীমঙ্গল সদর ইউনিয়ন দিলবর নগর এলাকায় ৬ একর জমিতে লেবু বাগানে বেশ ১১টি ডিপ টিউবওয়েল, সরকারি খরচে এলজিইডি থেকে ব্রিজ, গাইড ওয়াল আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ করেছেন। শ্রীমঙ্গল পৌর শহরের কলেজ রোডে পাঁচতলা ভবনের বারান্দায় সরকারি ডিপ টিউবওয়েল বসিয়েছেন।
মৌলভীবাজার রোড, হাউজিং এস্টেট এলাকায় জমিতে সরকারি ডিপ টিউবওয়েল স্থাপন, কমলগঞ্জ উপজেলা দুই কোটি টাকা ব্যয়ে নতুন তিন তলা বাসা তৈরি, সরকারি খরচে ডিপ টিউবওয়েল এবং সোলার লাইট স্থাপন করেছেন। নিজ গ্রামের বাড়ির ভেতরে রাস্তায় সরকারি খরচে ৩০ লাখ টাকা ব্যয়ে সোলার লাইট স্থাপন ও পুকুর খনন করেছেন। বড় মেয়ে উম্মে ফারজানা ডায়নার স্বামী সংসদ সদস্যের স্টিকার লাগানো গাড়িতে চড়তেন। মন্ত্রীর ভাই মানিকের নামে রয়েছে ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট।
বাড়িতে সরকারি গ্যাস লাইন-২০১২ সালে বিধি লঙ্ঘন করে আট কিলোমিটার দীর্ঘ একটি গ্যাস পাইপলাইন স্থাপনের ব্যয় বহন করছে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। কারণ,ওই পাইপলাইন দিয়ে গ্যাস জাতীয় সংসদের সরকারি দলের তৎকালীন চিফ হুইপ আব্দুস শহীদের গ্রামের বাড়িতে গ্যাস সংযোগ দেওয়া হয়।
কোম্পানির বিধি অনুযায়ী, জালালাবাদের গ্যাস-সংযোগ পেতে নতুন পাইপলাইন বসানোর দরকার হলে তার সম্পূর্ণ ব্যয়ভার বহন করতে হয় গ্রাহককে। কিন্তু এ ক্ষেত্রে সেই বিধি লঙ্ঘন করেছে কোম্পানিটি। চিফ হুইপের একটি অনানুষ্ঠানিক চাহিদাপত্রে (ডিও লেটার) করা আবদার মেটাতে গিয়ে কোম্পানিকে ওই বিধি লঙ্ঘন ও প্রায় এক কোটি ১৫ লাখ টাকার আর্থিক দায় মেনে নিতে হয়।
চিফ হুইপের গ্রামের বাড়ি কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার গ্রামে। জালালাবাদ গ্যাস কোম্পানির বিদ্যমান লাইন থেকে ওই গ্রাম পর্যন্ত আট কিলোমিটার নতুন পাইপলাইন স্থাপনে এক কোটি ১৫ লাখ টাকা ব্যয় করতে হবে। পাইপলাইনটি কমলগঞ্জের দেবীপুর, সিদ্ধেশ্বরপুর, রহিমপুর হয়ে মুন্সিবাজারে চিফ হুইপের বাড়িতে গিয়ে শেষ হয়। কোম্পানির করা মাঠ নকশা অনুযায়ী, কমলগঞ্জের আদমপুরে জালালাবাদ গ্যাসের সাবস্টেশন থেকে মুন্সিবাজার গ্রাম পর্যন্ত পাইপলাইন বসিয়ে গ্যাস সংযোগ নেওয়া হয়। সে সময়ে সরেজমিনে গিয়ে ওসব এলাকার প্রায় তিন কিলোমিটারের মধ্যে খুব বেশি জনবসতি চোখে পড়েনি।
যেসব স্থানে জনবসতি আছে, সেখানে গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে,এই গ্যাসলাইন সম্পর্কে তাদের কিছু জানা ছিল না। অনেকে বলেছেন,সাবেক চিফ হুইপের বাড়িতে গ্যাস সংযোগ দেওয়ার জন্যই লাইনটি বসানো হয়।
তবে সাবেক চিফ হুইপের দেওয়া চাহিদাপত্রে ওই এলাকার মানুষের জন্য গ্যাস-সংযোগ দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু সমস্যা হয়েছে দুটি। প্রথমত,পাইপলাইনটি শেষ হবে হুইপের বাড়িতে গিয়ে। দ্বিতীয়ত, আট কিলোমিটার পথে গ্যাসের এত গ্রাহক নেই,যাতে কোনও একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান সেখানে টাকা খরচ করে তা তুলে আনতে পারবে।
কোম্পানি সূত্র জানায়, তৎকালীন সময়ে চিফ হুইপের চাহিদাপত্র পাওয়ার পর কোম্পানির পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল সরেজমিনে পাইপলাইনটির সম্ভাব্যতা যাচাই করে। তাদের প্রতিবেদনে বলা হয়, আট কিলোমিটার দীর্ঘ ওই পাইপলাইন স্থাপন করা হলে ৫০-৬০ জন আবাসিক গ্রাহক, ৪/৫জন বাণিজ্যিক গ্রাহক এবং ২/১টি কুটিরশিল্প গ্যাস-সংযোগের আওতায় আসতে পারে। ফলে পাইপলাইনটির মাধ্যমে গ্যাস-সংযোগের আওতা বাড়ানো লাভজনক হবে না। তাই এ ক্ষেত্রে সম্পূর্ণ ব্যয়ভার গ্রাহকের বহন করার বিধি পরিপূর্ণভাবে অনুসরণ করা উচিত। কিন্তু ওই প্রতিবেদন উপেক্ষা করে আড়াই মাসের মাথায় আরেকটি কমিটিকে সম্ভাব্যতা যাচাইয়ের দায়িত্ব দেওয়া হয়।
এই কমিটির প্রতিবেদনে বলা হয়, পাইপলাইনটি স্থাপিত হলে প্রায় ২০০ আবাসিক ও ২০ জন বাণিজ্যিক গ্রাহক সংযোগের আওতায় আসবেন। অদূর ভবিষ্যতে গ্রাহকসংখ্যা আরও বাড়বে। ২০১২ সালের ৮ মার্চ অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের ৩০৯তম সভায় প্রতিবেদনটি গ্রহণ করা হয় এবং প্রতিবছর গ্রাহকসংখ্যা পাঁচ শতাংশ বাড়বে ধরে নিয়ে আর্থিক বিশ্লেষণী প্রতিবেদন তৈরির অনুমোদন দেওয়া হয়।
সে সময়ে বিষয়টি সম্পর্কে জানার জন্য চিফ হুইপ আব্দুস শহীদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়েছে। কিন্তু তিনি এড়িয়ে গেছেন। তবে তার ছোট ভাই কমলগঞ্জের বিআরডিবির চেয়ারম্যান ইমতিয়াজ আহমদ বলেছিলেন, ‘এলাকায় গ্যাস দিয়ে নিজের বাড়িতে গেলে অসুবিধার তো কিছু নেই।’
কোম্পানির একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, এ ধরনের রাজনৈতিক প্রকল্পের কারণেই কোম্পানিগুলো আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়েছে।
সাবেক মন্ত্রীর গ্রেপ্তার এলাকায় আনন্দ ও মিষ্টি বিতরণ -গত মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ১১টায় উত্তরা ১০ নম্বর সেক্টরে তার নিজ বাড়ি থেকে উত্তরা পশ্চিম থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। আব্দুস শহীদের গ্রেপ্তার হওয়ার খবরে শ্রীমঙ্গল ও কমলগঞ্জে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ হয়েছে।উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে উত্তরায় ছাত্র-জনতা হত্যার ঘটনায় তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় তিনটি মামলা রয়েছে। ওই মামলায় তাকে তার নিজ বাসভবন থেকে গ্রেফতার করা হয়েছে।
আব্দুস শহীদ গ্রেফতার হওয়ার খবরে দুই উপজেলার বিএনপির নেতাকর্মীরা ছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরাও আনন্দ মিছিল করে নিজেদের মধ্যে মিষ্টি বিতরণ করেছেন। শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সভাপতি নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে আনন্দ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হবিগঞ্জ রোড শাহী ঈদগাহে সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
উপজেলা বিএনপির সভাপতি নূরে আলম সিদ্দিকী ও সিনিয়র সহসভাপতি জয়নাল চৌধুরী বলেন, দীর্ঘ ১৬ বছর বিএনপির নির্বাহী কমিটি সদস্য হাজী মুজিবুর রহমান চৌধুরীকে ১৩৪টি মামলা দিয়ে সাবেক কৃষিমন্ত্রী হয়রানি ও নির্যাতন করেছেন। তিনি বিগত ১৬ বছর এলাকায় মিটিং ও মিছিল করতে পারেননি। ইফতার মাহফিলে গিয়ে তার বাহিনীরা হামলা ভাঙচুর করেছে। তার গ্রেফতারের বিষয়টি ছড়িয়ে পড়লে দলের নেতাকর্মীরা আনন্দ আত্মহারা হয়ে ওঠেন।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) মৌলভীবাজার শাখার সাধারণ সম্পাদক জহর লাল দত্ত সাবেক এ কৃষিমন্ত্রীর বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ এনে তার সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন। তিনি বলেন, ‘শুধু এ সাবেক মন্ত্রী না। পুরো দেশে গত ১৬ বছরে আওয়ামী লীগের নেতাকর্মীরা ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবাধে লুটপাট করেছে। নজিরবিহীন এ লুটপাটের বিচার করা এবং দেশের বাইরে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনার উদ্যোগ নিতে হবে।’
বামফ্রন্টের অন্যতম নেতা বিশ্বজিৎ বলেন,বিগত অবৈধ আওয়ামী লীগ সরকারের আমলে সাধারণ মানুষ মুখ খুলে স্বাধীনভাবে কথা বলতে পারেনি। সাবেক এ মন্ত্রী কমলগঞ্জ শ্রীমঙ্গল উপজেলা পর্যায়ে লুটপাটের এক বাহিনী তৈরি করেছিলেন। তদন্ত করলে তা বেরিয়ে আসবে।’বাংলা ট্রিবিউনে প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়-আব্দুস শহীদ ১৯৪৮ সালের ১ জানুয়ারি মৌলভীবাজারের কমলগঞ্জের রহিমপুর ইউনিয়নের সিদ্বেশ্বরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৩ সালে জেলার কমলগঞ্জ গণ মহাবিদ্যালয়ে যোগদান করে শিক্ষকতা পেশা শুরু করেন।
তিনি সাতবারের নির্বাচিত সংসদ সদস্য। ১৯৯১ সালের পঞ্চম, ১৯৯৬ সালের সপ্তম, ২০০১ সালের অষ্টম,২০০৮ সালের নবম, ২০১৪ সালের দশম, ২০১৮ সালের একাদশ ও ২০২৪ সালের দ্বাদশ সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মৌলভীবাজার-৪ আসন থেকে জয়লাভ করেন।২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি জাতীয় সংসদের চিফ হুইপ, ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ ও ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত জাতীয় সংসদে হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন।সর্বশেষ ঢাকায় তার নিজ বাড়ি থেকে তোটি কোটি টাকা ও বৈদেশিক মুদ্রা-বিপুল পরিমান স্বর্ণসহ গ্রেপ্তার হয়েছেন। দাবি উঠেছে তার এইসব অবৈধ আয়ের সম্পদ সরকারের কোষাগাড়ে বাজেয়াপ্ত করা হোক।
আপনার মতামত লিখুন :