মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

মেঘনা গ্রæপের চেয়ারম্যান ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দ

আইন-অপরাধ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৫, ০৫:৪৪ পিএম

মেঘনা গ্রæপের চেয়ারম্যান ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দ

মেঘনা গ্রæপের চেয়ারম্যান মোস্তফা কামাল ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিএফআইইউয়ের সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। 
ব্যাংকগুলোতে সম্প্রতি পাঠানো চিঠিতে মেঘনা গ্রæপের চেয়ারম্যান মোস্তফা কামাল,তার স্ত্রী বিউটি আক্তার ও তাদের সন্তানদের ব্যক্তি হিসাব আগামী ৩০ দিনের জন্য স্থগিত রাখতে বলা হয়েছে।এ সময় তাদের সব লেনদেন বন্ধ থাকবে, কোনো ধরনের অর্থ উত্তোলন বা জমা করতে পারবেন না। প্রয়োজনে লেনদেন স্থগিত করার এ সময় বাড়ানো হবে।নির্দেশনায় আরো বলা হয়েছে, যেসব হিসাব স্থগিত করা হয়েছে তাদের হিসাব সংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণীসহ আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, অফশোর ব্যাংকিং হিসাবসহ যাবতীয় লেনদেনের তথ্য পাঠাতে বলা হয়েছে।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!