শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৫, ২৪ মাঘ ১৪৩১

মেহের আফরোজ শাওন আটক

আইন-অপরাধ ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৫, ০৮:৪১ পিএম

মেহের আফরোজ শাওন আটক

রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (৬ ফেব্রæয়ারি) রাতে ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছে। হেফাজতে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) বলেন,শুক্রবার (৭ ফেব্রæয়ারি)মেহের আফরোজ শাওনকে সুনির্দিষ্ট মামলায় আদালতে উত্থাপন করে রিমান্ড চাওয়া হবে।এদিন সন্ধ্যায় মেহের আফরোজ শাওনের জামালপুর সদর উপজেলার নরন্দি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় বাড়িতে আগুন দেয়া হয়। সম্প্রতি তার রাজনৈতিক অবস্থান ও কিছু মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা হয়।
এরই ধারাবাহিকতায় স্থানীয় বিক্ষুব্ধ ছাত্র-জনতাঅভিনেত্রীর পরিবারের রাজনৈতিক সম্পৃক্ততার বিরুদ্ধে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। পরেবাড়িটিতে আগুন ধরিয়ে দেন।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!