শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

কানাডা-আমেরিকায় মিথিলা, রুমা ও অপর্ণার চুক্তিনিয়োগ বাতিল

কূটনৈতিক প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৪, ০৮:৪৮ পিএম

কানাডা-আমেরিকায় মিথিলা, রুমা ও অপর্ণার  চুক্তিনিয়োগ বাতিল

তেলের কোটায় বিদেশে পোষ্ঠিং পাওয়া মিথিলা ফারজানা, রুমা ও অপর্ণার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে অন্তর্বতীকালীন সরকারের পররাষ্ট্রমন্ত্রনালয়।
জানা গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের প্রথম সচিব ওয়াহিদুজ্জামান নূর ও কাউন্সেলর আরিফা রহমান রুমা, কানাডার অটোয়ায় কাউন্সেলর অপর্ণা রানী পাল ও কাউন্সেলর মোবাশ্বিরা ফারজানা মিথিলা (সাংবাদিক মিথিলা ফারজানা), নিউইয়র্কের তৃতীয় সচিব আসিব উদ্দিন আহম্মেদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। ১৪ আগস্ট বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (সংস্থাপন) সবুজ আহমেদ স্বাক্ষরিত পৃথক পৃথক প্রজ্ঞাপনে এই পাঁচজনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। আগামী ৩১ আগস্টের মধ্যে তাদের ঢাকায় ফেরার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!