মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

ক্যানসারের ঝুঁকি শুঁটকি মাছ থেকে? খাওয়ার আগে করণীয় জানালেন পুষ্টিবিদ

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মে ১৩, ২০২৫, ০৬:০৯ পিএম

ক্যানসারের ঝুঁকি শুঁটকি মাছ থেকে? খাওয়ার আগে করণীয় জানালেন পুষ্টিবিদ

দেশে শুঁটকি মাছ খাওয়া নিয়ে পুষ্টিবিদ শারমীন নকশীর পরামর্শ-সাধারণ তাজা মাছকে কেঁটে ভালোভাবে পরিষ্কার করে রোদে শোকানোর পর মাছ থেকে জলীয় অংশ শুকিয়ে যায়। এই প্রক্রিয়ায় মাছের মধ্যে কোনো মাইক্রো অর্গানিজম জন্মানোর আশঙ্কা থাকে না। এভাবে দীর্ঘদিন মাছকে সংরক্ষণ করে রাখা যায়। যা আমাদের কাছে শুঁটকি নামে পরিচিত।
প্রায় সব মানুষেরই পছন্দের খাবারের মধ্যে একটি শুঁটকি মাছ। কেউ ভর্তা করে, কেউ ভুনা করে, কেউ বিভিন্ন সবজির সঙ্গে ঝোল বা ভাজি করে খেয়ে থাকেন শুঁটকি মাছ। মজাদার হওয়ায় অনেকে নিয়মিত খেয়ে থাকেন। এতে অনেক পুষ্টিও রয়েছে। কিন্তু শুঁটকি যদি ভালোভাবে তৈরি করা না হয়, তবেই বিপদ।
জানেন কী, এই শুঁটকিই ধীরে ধীরে ক্যানসার নামক মরণব্যাধিতে আক্রান্ত করতে পারে আপনাকে। তা কীভাবে? এ নিয়েই কথা বলেছেন রাজধানীর নিকটস্থ সাভার ডিওএইচএসের প্রায়োরিটি হেলথ সেন্টারের পুষ্টিবিদ শারমীন নকশী। তিনি জানিয়েছেন, শুঁটকি মাছ কিছু কিছু এলাকায় একটু বেশিই জনপ্রিয়। যেমন চট্টগ্রাম। খেয়াল করলে দেখা যায়, চট্টগ্রামে ক্যানসারের রোগী বেশি। কিন্তু কেন? এর অবশ্য কারণ জানিয়েছে স্বাস্থ্য গবেষণা সাময়িকী ‘ল্যানসেট’।
শুঁটকি ছাড়া ভাত খায়, এমন পরিবার চট্টগ্রামে খুব কম রয়েছে। এই শুঁটকিতে বেশি মুনাফার আশায় চট্টগ্রামের একাংশ শুঁটকি ব্যবসায়ীরা প্রাকৃতিকভাবে শুঁটকি না শুকিয়ে তাতে নিয়মিত ডিডিটি পাওডার প্রয়োগ করে থাকেন। ডিডিটি পৃথিবীর সবচেয়ে ক্ষতিকারক বিষ। যাতে রয়েছে ক্লোরিনেটেড হাইড্রোকার্বন-ডিডিটি, বিএইচসি, লিনডেন, ক্লোরোবেনজিলেট, মিথোক্সিক্লোর এবং সাইক্লোডিনেস-এর মতো মারাত্মক ক্ষতিকর রাসায়নিক পদার্থ।
পুষ্টিবিদ শারমীন নকশী বলেন, এখন প্রশ্ন হচ্ছে―শুঁটকি মাছ খাবেন নাকি খাওয়া ছাড়বেন বা ওই সব অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে লড়বেন? যদি মনে করেন যা হবার তা হবে, এতদিনের অভ্যাস ছাড়া যাবে না; তাহলে শুঁটকি খেতে থাকুন এবং এর মাধ্যমে ক্যানসারকে স্বাগতম জানান।
এ পুষ্টিবিদের ভাষ্য, অসচেতনতা থেকে ধীরে ধীরে একটি বংশ নির্বংশ হতে পারে ক্যানসারের মাধ্যমে। তাহলে কী শুঁটকি খাওয়া যাবে না? উত্তর, অবশ্যই খাওয়া যাবে। তবে প্রাকৃতিক উপায়ে কয়া রোদে শুকিয়ে তৈরি করা শুঁটকি খেতে হবে। রান্নার আগে অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে। আর সম্ভব হলে নিজে মাছ কেটে রোদে শুকিয়ে প্রাকৃতিক উপায়ে শুঁটকি তৈরি করুন। এতে যেমন পছন্দের খাবার খাওয়া হবে, একইসঙ্গে রোগের আশঙ্কা থাকবে না।
 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!