পত্রিকার প্রচারসংখ্যার ‘গোলমেলে’ তথ্য,টিভির ভৌতিক টিআরপি
দেশের টেলিভিশন (টিভি) চ্যানেলগুলোর বিজ্ঞাপন পাওয়ার ক্ষেত্রে টার্গেট রেটিং পয়েন্ট (টিআরপি) বড় ভূমিকা রাখে। কিন্তু এ কাজে ‘ভৌতিক’ টিআরপি হয় বলে গণমাধ্যম সংস্কার কমিশনের অনুসন্ধানে বের হয়ে এসেছে।আর বিজ্ঞাপনের জন্য বাড়তি দর আদায় ও কম শুল্কে নিউজপ্রিন্ট আমদানির সুবিধা পেতে ব্যতিক্রম ছাড়া দেশের সংবাদপত্রগুলো প্রচারসংখ্যার ‘গোলমেলে’ তথ্য দেয় বলেও কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে।এ জন্য টিভির ক্ষেত্রে গ্রহণযোগ্য ও যৌক্তিক টিআরপি