বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩১

বিএনপির মিডিয়া সেলের সদস্য কাদের গণিকে অব্যাহতি

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৪, ১০:৩২ এএম

বিএনপির মিডিয়া সেলের সদস্য কাদের গণিকে অব্যাহতি

দলীয় সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বিএনপির মিডিয়া সেলের সদস্য কাদের গণি চৌধুরীর সদস্যপদ স্থগিত করা হয়েছে। সোমবার (২৬ আগস্ট) রাতে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক মওদুদ আলমগীর ও সদস্যসচিব শহীদউদ্দিন চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি পাঠানো হয়। এতে বলা হয়, কাদের গণি চৌধুরীকে দলীয় সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বিএনপির মিডিয়া সেলের সদস্যপদ ও সেলের সব কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান করা হলো। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সংবাদমাধ্যমকে জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনার ভিত্তিতে দলীয় সিদ্ধান্তের প্রেক্ষিতে কাদের গনি চৌধুরীকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে, কাদের গণি চৌধুরী বিএনপির সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব হিসেবে এখনো বহাল আছেন।
 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!