বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৫ পৌষ ১৪৩১

ডিআরইউর নতুন সভাপতি সালেহ, সম্পাদক সোহেল

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৪, ০৭:৩৯ পিএম

ডিআরইউর নতুন সভাপতি সালেহ, সম্পাদক সোহেল

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন আবু সালেহ আকন আর সাধারণ সম্পাদক হয়েছেন মাইনুল হাসান সোহেল। এদের মধ্যে সালেহ পেয়েছেন ৮০১ এবং সোহেল পেয়েছেন ৫৪৫ ভোট।শনিবার (৩০ নভেম্বর) নির্বাচনের ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় এ ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এমএ আজিজ।
নির্বাচিত অন্যরা হলেন-সহসভাপতি গাযী আনোয়ার, যুগ্ম সম্পাদক নাদিয়া শারমিন,সাংগঠনিক সম্পাদক আবদুল হাই তুহিন,অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন(বিনাপ্রতিদ্ব›িদ্বতায়),দপ্তর সম্পাদক রফিক রাফি, নারীবিষয়ক সম্পাদক রোজিনা রোজী, প্রচার সম্পাদক মিজান চৌধুরী, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক শরিফুল ইসলাম।এর আগে সকাল ৯টা থেকে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনভর মুখরিত ছিল ঢাকা রিপোর্টার্স ইউনিটি প্রাঙ্গণ। ২০২৫ সালের কার্যনির্বাহী কমিটির এ নির্বাচনে মোট ২১ পদের বিপরীতে চার পদে বিনাপ্রতিদ্ব›িদ্বতায় প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বাকি ১৭ পদে প্রতিদ্ব›িদ্বতা করেন ৩১ জন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, ডিআরইউর সভাপতি পদে ৮০১ ভোট পেয়ে জয়ী হন দৈনিক নয়া দিগন্তের আবু সালেহ আকন। আর মুরসালিন নোমানী পেয়েছেন ৪৯৬ ভোট।সাধারণ সম্পাদক পদে দৈনিক ইনকিলাবের মাইনুল হাসান সোহেল ৫৪৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব শাহনাজ শারমিন পেয়েছেন ৩৬৪ ভোট।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!