মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ ১৪৩১

সাংবাদিকদের জন্য খুব বিপজ্জনক দেশের তালিকায় ফিলিস্তিন, পাকিস্তান, বাংলাদেশ, মেক্সিকো

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৪, ০৫:৫২ পিএম

সাংবাদিকদের জন্য খুব বিপজ্জনক দেশের তালিকায় ফিলিস্তিন, পাকিস্তান, বাংলাদেশ, মেক্সিকো

চলতি বছরে সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক ৯ দেশের মধ্যে শীর্ষে আছে যুদ্ধবিধ্বস্থ ফিলিস্তিন। এ তালিকায় এর পরেই আছে পাকিস্তান, বাংলাদেশ ও মেক্সিকো। চলতি বছর এখন পর্যন্ত ৫৪ সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বা পেশার কারণে হত্যার শিকার হয়েছেন। এর মধ্যে এক তৃতীয়াংশই নিহত হয়েছেন ইসরায়েলি বাহিনীর হাতে। বাংলাদেশে এ বছর পাঁচ সাংবাদিক নিহত হয়েছেন।
বিশ্বজুড়ে সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারসের (আরএসএফ) এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। আজ বৃহস্পতিবার প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে।
এই প্রতিবেদনে বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নিহত ৫৪ সাংবাদিকের মধ্যে ১৮ জন নিহত হয়েছেন ইসরায়েলি বাহিনীর হাতে। এর মধ্যে গাজায় নিহত হয়েছেন ১৬ জন এবং লেবাননে দুজন সাংবাদিক নিহত হয়েছেন।
প্রতিবেদনে চলতি বছরের ১ ডিসেম্বর পর্যন্ত পাওয়া তথ্য তুলে ধরা হয়েছে।বিপজ্জনক দেশের তালিকায় বাংলাদেশসহ যেসব দেশ
আরএসএফের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক অবস্থানের তালিকায় আছে গাজা। এরপরই আছে পাকিস্তানের নাম। সেখানে সাত সাংবাদিক প্রাণ হারিয়েছেন। আর মেক্সিকো ও বাংলাদেশে পাঁচজন করে সাংবাদিকের প্রাণ গেছে।
সারা বিশ্বে ৫৫ জন সাংবাদিক এ মুহূর্তে জিম্মি অবস্থায় আছেন। জিম্মিদের মধ্যে ২৫ জনই ইসলামিক স্টেটের (আইএস) হাতে আটক রয়েছেন। পাশাপাশি, ২০২৪ সালে ৯৫ জন সাংবাদিক নিখোঁজ হয়েছেন। নতুন করে এই তালিকায় এ বছর চারজন অন্তর্ভুক্ত হয়েছেন।
যে তিন দেশে সবচেয়ে বেশি সাংবাদিক কারা অন্তরিণ রয়েছে, সেই দেশগুলো হলো চীন (১২৪), মিয়ানমার (৬১) ও ইসরায়েল (৪১)।
আরএসএফের প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিন এখন সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশ। গত পাঁচ বছরে অন্য যেকোনো দেশের চেয়ে এ বছর ফিলিস্তিনে নিহত সাংবাদিকের সংখ্যা বেশি।
প্রতিবেদনে বলা হয়েছে ২০২৩ সালের অক্টোবরে ফিলিস্তিন ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর মোট ১৪৫ জনের বেশি সাংবাদিক ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হয়েছেন। এর মধ্যে ৩৫ জন তাঁদের পেশাগত দায়িত্ব পালনের সময় নিহত হন। এসব হত্যাকে ‘নজিরবিহীন রক্তস্নান’ বলে আখ্যায়িত করা হয়েছে।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!