নিজস্ব প্রতিবেদক:ক্র্যাবে চতুর্থবারের মতো সভাপতি তমাল, বাদশাহ্ ফের সম্পাদক বিপুল ভোটে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে (ক্র্যাব) চতুর্থবারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের সিটি এডিটর মির্জা মেহেদী তমাল। এছাড়া, আবারও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলা টিভির সিএনই এমএম বাদশাহ্।
রবিবার সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে দিনভর ভোটগ্রহণ শেষে নবনির্বাচিতদের নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান বাংলাদেশ প্রতিদিন সম্পাদক আবু তাহের। নির্বাচন কমিশনের সদস্য হিসেবে ছিলেন মো. শহিদুল ইসলাম ও উত্তম চক্রবর্তী।
এর আগে, সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। নির্বাচনে মোট ভোটার ছিলেন ২৯৯ জন। মোট ভোট পড়েছে ২৮৪টি।
মির্জা মেহেদী তমাল সভাপতি পদে ১৪৫ ভোট, সাধারণ সম্পাদক পদে এম এম বাদশাহ্ ১১৯ ভোট, শহিদুল ইসলাম রাজী যুগ্ম-সম্পাদক পদে ১৪৭ ভোট, আমিনুল ইসলাম অর্থ সম্পাদক পদে ১৭৪ ভোট, নিহাল হাসনাইন সাংগঠনিক সম্পাদক পদে ১৫৬ ভোট ও দফতর সম্পাদক পদে ইসমাঈল হোসেন ইমু ১৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এছাড়া,কার্যনির্বাহী সদস্য পদে আবু হেনা রাসেল ২১৩ ভোট, আইয়ুব আনসারী ১৩৪ ভোট ও মাহবুব আলম ১৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
নির্বাচনে সহ-সভাপতি পদে জিয়া খান, প্রচার ও প্রকাশনা পদে মাহমুদ সোহেল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে আবু জাফর, প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে শাহরিয়ার জামান দীপ, আইন ও কল্যাণ সম্পাদক শেখ কালিমউল্যাহ নয়ন ও আন্তর্জাতিক সম্পাদক পদে হাবিবুল্লাহ মিজান বিনা প্রকিদ্ব›দ্বীতায় নির্বাচিত হয়েছেন। সংগৃহীত ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :