সোমবার, ০৫ জানুয়ারি, ২০২৬, ২২ পৌষ ১৪৩২

গণতান্ত্রিক সরকার গঠনের পূর্বশর্ত দায়িত্বশীল ও স্বাধীন গণমাধ্যম: সালেহ শিবলী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬, ০৮:১২ এএম

গণতান্ত্রিক সরকার গঠনের পূর্বশর্ত দায়িত্বশীল ও স্বাধীন গণমাধ্যম: সালেহ শিবলী

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নবনিযুক্ত প্রেস সচিব এ এ এম সালেহ (সালেহ শিবলী) বলেছেন, একটি গণতান্ত্রিক সরকার গঠনের অন্যতম পূর্বশর্ত হলো দায়িত্বশীল ও স্বাধীন গণমাধ্যম। 
শনিবার (৩জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের এক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন।
সালেহ শিবলী বলেন,‘আমরা যদি বাংলাদেশকে একটি কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে নিতে চাই এবং জনগণের ভাষা বুঝে গন্তব্যে পৌঁছাতে চাই, তবে দায়িত্বশীল ও স্বাধীন সংবাদমাধ্যম একান্ত প্রয়োজন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি গণতান্ত্রিক, মানবিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার যে পরিকল্পনা করেছেন, তার জন্য জনগণের ভোটে নির্বাচিত ও দায়বদ্ধ সরকার প্রয়োজন। আর সেই জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গঠনে গণমাধ্যমকে দায়িত্বশীল ও স্বাধীনভাবে কাজ করতে হবে।’ 
নিয়োগ পাওয়ার পর নিজের কর্মপরিকল্পনা ব্যক্ত করে তিনি বলেন, ‘দলের পক্ষ থেকে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি তার মাধ্যমে সংবাদমাধ্যমের সঙ্গে জনগণের নিবিড় যোগাযোগ রক্ষা করতে চাই। এজন্য সবার সহযোগিতা দরকার।’ এর আগে শনিবার দুপুরে বিএনপির পক্ষ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এ এ এম সালেহকে (সালেহ শিবলী) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রেস সচিব হিসেবে নিয়োগের বিষয়টি জানানো হয়।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!