বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

বাসসের দুর্নীতিতে চুপ সরকার, বিএফইউজে-ডিইউজের উদ্বেগ

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মে ২৭, ২০২৫, ০৭:০৮ পিএম

বাসসের দুর্নীতিতে চুপ সরকার, বিএফইউজে-ডিইউজের উদ্বেগ

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গণি চৌধুরী ও ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলাম সাধারণ সম্পাদক খুরশীদ আলম এক যৌথ বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন।মঙ্গলবার ডিইউজের দফতর সম্পাদক ইকবাল মজুমদার তৌহিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সরকারি এ সংস্থায় জনগণের কষ্টার্জিত ট্যাক্সের শত শত কোটি টাকা লোপাটের বিরুদ্ধে ইউনিয়ন বিগত ফ্যাসিস্ট আমল থেকেই প্রতিবাদ ও তদন্তের দাবি জানিয়ে আসছে। বিশেষ করে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী গত ১০ মাস ইউনিয়ন বিভিন্ন সভা-সমাবেশের মাধ্যমে সরকারি এ সংস্থায় নানা অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আসছে।
কিন্তু সংস্থাটির বর্তমান এমডি মাহবুব মোর্শেদ দুর্নীতি ও লুটপাটের ঘটনাকে আড়াল করে ইউনিয়নের বিরুদ্ধে অবস্থান নেয়। কারণ, তিনি নিজেও পূর্বের ধারাবাহিকতায় নানা অনিয়মে জড়িয়ে পড়েন। ফলে বিএফইউজে ও ডিইউজে ফ্যাসিস্ট আমলের অনিয়ম ও মাহবুব মোর্শেদের অপসারণের দাবিতে কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হয়। কর্মসূচির ধারাবাহিকতায় সবশেষ প্রধান উপদেষ্টা ও তথ্য উপদেষ্টা বরাবর পূর্বাপর ঘটনার উল্লেখ করে স্মারকলিপি প্রদান করা হয়।এ সময়ের মধ্যে সরকারের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের অনুরোধ এবং আশ্বাসের প্রেক্ষিতে ডিইউজে কয়েক দফা কর্মসূচি স্থগিত করে। কিন্তু সরকার ইউনিয়নকে দেওয়া আশ্বাসকে পাশ কাটিয়ে ফ্যাসিস্ট আমলের ধারাবাহিকতায় বর্তমান এমডির দুর্নীতিকে উৎসাহিত করে যাচ্ছে।
নেতৃবৃন্দ বলেন,বিএফইউজে ও ডিইউজে প্রত্যাশা করেছিল, বিপ্লবী সরকার দায়িত্ব গ্রহণের পর ফ্যাসিস্ট আমলের অনিয়ম-দুর্নীতির তদন্ত, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের মধ্যদিয়ে দৃষ্টান্ত স্থাপন করবে।কিন্তু দুঃখজনক হলেও সত্য, সরকার রহস্যজনকভাবে নীরব ভূমিকা পালন করছে। উপরন্তু পূর্বের ধারাবাহিকতায় বর্তমান সময়েও চলছে নানা অনিয়ম ও দুর্নীতি। এসব বিষয়ে ইতোমধ্যে দুর্নীতি দমন কমিশন (দুদক) বাসস-এর দুর্নীতি অনুসন্ধানে পদক্ষেপ গ্রহণ করলেও এমডি মাহবুব মোর্শেদ তাতে বাধা প্রদান করছে এবং তথ্য মন্ত্রণালয় তার প্রতি অন্যায় সমর্থন যোগান দিয়ে যাচ্ছে।ইউনিয়ন নেতৃবৃন্দ স্পষ্টভাবে ঘোষণা করছে, রাষ্ট্রীয় অর্থে পরিচালিত বাসস-এর অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অবিলম্বে যথাযথ ব্যবস্থা এবং দুর্নীতিকে আশ্রয়-প্রশ্রয়দাতা বর্তমান এমডি মাহবুব মোর্শেদকে অপসারণ করতে হবে।অন্যথায় ইউনিয়ন অচিরেই বৃহত্তর কর্মসূচির মাধ্যমে অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ ও এমডি মাহবুব মোর্শেদকে পদত্যাগে বাধ্য করবে।উল্লেখ্য, বাসসের সাবেক এমডি আবুল কালাম আজাদ কারো টাকা সাদা করেছেন।
 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!