মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ৭ কার্তিক ১৪৩১

তিস্তা প্রকল্প নিয়ে ভারত-চীনের মধ্যে উত্তেজনা নেই

কূটনৈতিক প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৪, ২০২৪, ০৫:৪৩ পিএম

তিস্তা প্রকল্প নিয়ে ভারত-চীনের মধ্যে উত্তেজনা নেই

দেশে আলোচিত তিস্তা প্রকল্প নিয়ে ভারত ও চীনের মধ্যে কোনো উত্তেজনা নেই বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেন তিস্তা নদী নিয়ে যে প্রকল্পই হোক না কেনো, সিদ্ধান্ত নেয়ার অধিকার সত্যিকার অর্থে বাংলাদেশের। সেই সিদ্ধান্তকে আমাদের সবার সম্মান করতে হবে।
বৃহস্পতিবার (৪ জুলাই) জাতীয় প্রেসক্লাবে ‘ডিসিএবি টক’ অনুষ্ঠানে তিনি এ কথা জানান। আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরকে সামনে রেখে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ এ আলোচনার আয়োজন করে।
ইয়াও ওয়েন বলেন, তিস্তা বাংলাদেশের নদী। এখানে যে প্রকল্পই নেয়া হোক, সে বিষয়ে দেশটিই সিদ্ধান্ত নেবে। তিস্তা নদী বাংলাদেশের ভূখন্ডে। তাই এটি আপনার নদী। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের অনুরোধের পরিপ্রেক্ষিতে চীন তিস্তা নদী ব্যবস্থাপনা প্রকল্পের প্রস্তাব দিয়েছে। তারা এ বিষয়ে বাংলাদেশের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে।ভারত ও চীন যৌথভাবে তিস্তা প্রকল্পে কাজ করতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, চীন প্রস্তুত কিন্তু বাংলাদেশকেই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরে সম্ভাব্য চুক্তির বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে এখনই বলা তার পক্ষে সম্ভব না। তবে তিনি জানান যে, অবকাঠামো, বাণিজ্য, আর্থিক খাত, ডিজিটাল অর্থনীতি, শিক্ষা, মিডিয়া সহযোগিতা এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উন্নয়ন নিয়ে দুদেশের মধ্যে আলোচনা হবে।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!