বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩১

যুব সমাজকে মাছ উৎপাদনে নজর দিতে বললেন শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৪, ০১:২৪ পিএম

যুব সমাজকে মাছ উৎপাদনে নজর দিতে বললেন শেখ হাসিনা

দেশের যুব সমাজকে মাছ উৎপাদনে নজর দেয়ার আহবান জানিয়ে কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন গভীর সমুদ্রে হাইড্রোইলেক্ট্রনিক উৎপাদন বাড়াতে হবে। মৎস্য শিল্পে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সহায়তা দেয়া হবে। বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ইন্ট্যারন্যাশনাল অ্যাকুয়াকালচার অ্যান্ড সিফুড শো-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে মৎস্য সম্পদের টেকসই উন্নয়ন, ব্যবস্থাপনার জন্য আন্তরিকভাবে প্রচেষ্টা জানিয়ে যাচ্ছি। আর্থসামাজিক উন্নয়নের জন্য এই খাতটা অবদান রাখতে পারে সেই ব্যবস্থাটাও আমরা নিয়েছি। আমাদের টেকসই স্বাস্থ্য সম্মত, পরিবেশবান্ধব মৎস্য সম্পদ আহরণ, সংরক্ষণ এবং মৎস্য চাষ সম্প্রসারণের দিকে বাস্তবসম্মত উদ্যোগ আমরা গ্রহণ করছি।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!