বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৪, ০৭:০৬ পিএম

বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন তাবিথ আউয়াল। ২৬ অক্টোবর শনিবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। 
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২৩ ভোট পেয়ে আনুষ্ঠানিকভাবে সভাপতি নির্বাচিত হয়েছেন তাবিথ। তার প্রতিদ্ব›িদ্ব মিজানুর রহমান পেয়েছেন ৫ ভোট। এর আগে সিনিয়র সহসভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন ইমরুল হাসান। তাঁর কোনো প্রতিদ্ব›িদ্ব না থাকায় এই পদে ভোটের প্রয়োজন পড়েনি। 
এদিকে কাজী সালাউদ্দিনের বিদায়ী সভায় ২০২৫ সালের প্রস্তাবিত বিশাল অঙ্কের বাজেট উপস্থাপন করা হলেও পাস হয়নি। ফুটবল ফেডারেশন নির্বাচনের ইতিহাসে বাজেট পাস না হওয়ার নজির এবারই প্রথম। এর আগে যতবার বাজেট হয়েছিল নির্বাচনী কংগ্রেসে সেটা পাসও হয়।
এদিন কংগ্রেসে ৬১ কোটি ৫২ লাখ ৮১ হাজার ২০ টাকার বাজেট প্রস্তাব পেশ করা হয়েছে। এর মধ্যে ঘাটতি দেখানো হয় ১৪ কোটি  টাকা। উপস্থিত সদস্যরা এমন বাজেট পাস করার জন্য সায় দেননি। নতুন করে সভা ডেকে তা পাস করার দিকে জোর দিয়েছেন।

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!