বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

দুদকের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে বাছাই কমিটি গঠন

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৪, ০৮:৩৬ পিএম

দুদকের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে বাছাই কমিটি গঠন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের জন্য সুপারিশ করতে বাছাই কমিটি গঠন করেছে সরকার। পাঁচ সদস্যের এই কমিটির সভাপতি করা হয়েছে আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হককে।
আজ রোববার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিটির সদস্যরা হলেন হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব, বাংলাদেশ মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম এবং সর্বশেষ অবসরপ্রাপ্ত মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। এই বাছাই কমিটি কমিশনারের প্রতিটি শূন্য পদের বিপরীতে দুজন করে ব্যক্তির নামের তালিকা রাষ্ট্রপতির কাছে পাঠাবেন।
গত ২৯ অক্টোবর দুদকের চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ এবং কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক ও কমিশনার (অনুসন্ধান)মোছা.আছিয়া খাতুন পদত্যাগ করেছেন। ফলে পদগুলো শূন্য রয়েছে।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!