সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, ১৪ মাঘ ১৪৩১

স্থগিত করা হলো বাংলা একাডেমি পুরস্কারের তালিকা

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৫, ০৮:৫০ পিএম

স্থগিত করা হলো বাংলা একাডেমি পুরস্কারের তালিকা

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪ এর পূর্বঘোষিত তালিকা স্থগিত করা হয়েছে। শনিবা(২৫জানুয়ারিবাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের সই করা এক নোটিশে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ‍‍`বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটি ২০২৪‍‍` এর এক সভা বাংলা একাডেমিতে অনুষ্ঠিত হয়। সভায় উদ্ভূত সামাজিক-রাজনৈতিক পরিস্থিতিতে এবং পুরস্কার-তালিকাভুক্ত কারও কারও সম্পর্কে কিছু অভিযোগ উত্থাপিত হওয়ায় পূর্বঘোষিত ‍‍`বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪‍‍` এর পুনর্বিবেচনার প্রয়োজন সম্পর্কে আলোচনা হয়। উত্থাপিত অভিযোগ সম্পর্কে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়।
‍‍`এই অবস্থায়"বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪" এর পূর্বঘোষিত তালিকা স্থগিত করা হলো। অনধিক তিন কর্মদিবসের মধ্যে পুনর্বিবেচনার পর তালিকাটি পুনঃপ্রকাশ করা হবে।‍‍`
এর আগে গত ২৩ জানুয়ারি ‍‍`বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪‍‍` এর জন্য ১০ ক্যাটাগরিতে ১০ জনের নাম ঘোষণা করা হয়। তারা হলেন—কবিতায় মাসুদ খান, কথাসাহিত্যে সেলিম মোরশেদ, নাটক ও নাট্যসাহিত্যে শুভাশিস সিনহা, প্রবন্ধ বা গদ্যে সলিমুল্লাহ খান,শিশুসাহিত্যে ফারুক নওয়াজ,অনুবাদে জি এইচ হাবীব, গবেষণায় মুহম্মদ শাহজাহান মিয়া, বিজ্ঞানে রেজাউর রহমান, মুক্তিযুদ্ধে মোহাম্মদ হাননান ও ফোকলোরে সৈয়দ জামিল আহমেদ।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!