শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

খিলগাঁওয়ের আগুন নিয়ন্ত্রণে

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৫, ১১:১২ পিএম

খিলগাঁওয়ের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর খিলগাঁওয়ের তালতলা চৌরাস্তা এলাকার একটি স-মিলে (করাত কল) লাগা আগুন ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের চেষ্টায় দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।শুক্রবার (২১ ফেব্রæয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন লাগে বলে জানায় ফায়ার সার্ভিস।ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ জানান,খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও তিনটি ইউনিট যোগ দেয়। কিন্তু আগুন ছড়িয়ে পড়ায় পরে আরও ইউনিট পাঠানো হয়।
অবশেষে ১১টি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, স-মিল থেকে আগুন পাশের গ্যারেজেও ছড়িয়ে পড়ে। ওই জায়গায় কেমিক্যালের ড্রাম আছে, স-মিলের কাঠ আছে, গ্যারেজের সিলিন্ডার আছে। সব মিলিয়ে আগুন বেড়ে যায়। এরপর ফায়ার সার্ভিসের কর্মীদের চেষ্টায় রাত সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থমিকভাবে আগুনের সূত্রপাত ও কোনো হতাহতের খবর জানা যায়নি।
 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!