বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

গণতান্ত্রিক রূপান্তরে বিশেষজ্ঞ দল পাঠাতে চায় আয়ারল্যান্ড: দূত

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৫, ১০:০৯ পিএম

গণতান্ত্রিক রূপান্তরে বিশেষজ্ঞ দল পাঠাতে চায় আয়ারল্যান্ড: দূত

বাংলাদেশে অন্তর্র্বতী সরকারের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সংস্কার এজেন্ডাকে সম্পূর্ণ সমর্থন দেবে আয়ারল্যান্ড। মঙ্গলবার (১১ ফেব্রæয়ারি) এ কথা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত আয়ারল্যান্ডের রাষ্ট্রদূত।নয়াদিল্লি ভিত্তিক রাষ্ট্রদূত কেভিন কেলি বলেন, আয়ারল্যান্ড বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরে সহায়তা করতে একটি বিশেষজ্ঞ দল পাঠাতে আগ্রহী। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে তাঁর তেজগাঁওয়ের কার্যালয়ে সাক্ষাৎকালে রাষ্ট্রদূত বলেন, ‘আপনার জন্য আমাদের পূর্ণ সমর্থন থাকবে।’তিনি জানান, আয়ারল্যান্ড ঢাকার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে চায় এবং বড় বড় আইরিশ ব্র্যান্ডগুলো বাংলাদেশ থেকে আরও পণ্য আমদানি করতে আগ্রহী।৩০ মিনিটের এ বৈঠকে তারা এ অঞ্চলের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেন। এ প্রসঙ্গে তিনি গুড ফ্রাইডে চুক্তির কথা উল্লেখ করেন,যা উত্তর আয়ারল্যান্ডে শতাব্দীকালব্যাপী সংঘাতের অবসান ঘটিয়েছে। আইরিশ দূত বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীর সহায়তায় তার দেশ সহযোগিতা অব্যাহত রাখবে।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!