অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘ছাত্র-শ্রমিক-জনতা জুলাই বিপ্লবের মাধ্যমে একটি নতুন বাংলাদেশের সূচনা করেছে। আগামীতে দেশটাকে আরো শক্তিশালী করতে হবে। সতর্ক থাকতে হবে ফ্যাসিস্টরা যেন আর ফিরে আসতে না পারে। এ জন্য ছাত্র-জনতার ঐক্য দরকার।আমরা বিশ্বাস করি, এ দেশের মানুষ সেই ঐক্য গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে।’
বৃহস্পতিবার (২০ ফেব্রæয়ারি) বিকেলে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ডপয়েন্টে অনুষ্ঠিত সপ্তম জাতীয় কমিউনিটি ডেভেলপমেন্ট ক্যাম্প (কমডেকা) উদ্বোধন উপলক্ষে রেকর্ড করা ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।
ছাত্র ও যুবকদের দেশ গড়ার কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ড. ইউনূস বলেন,‘দেশের শিশু, কিশোর ও যুবদের স্কাউটিং পদ্ধতিতে প্রশিক্ষণ দিয়ে আত্মনির্ভরশীল,সৎ, চরিত্রবান, দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব। কমডেকা হচ্ছে রোভার স্কাউটদের এমন এক মিলনমেলা, যেখানে অংশগ্রহণকারীরা স্থানীয় জনগণের সঙ্গে হাতে হাত মিলিয়ে সমাজসেবা ও উন্নয়নমূলক কাজ করবে।
এই কমডেকায় সক্রিয়ভাবে অংশগ্রহণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধনে সক্ষম হবে।’ বর্তমানে স্কাউটসে মাত্র ১৩ শতাংশ নারী রয়েছে জানিয়ে এখানে নারীদের অংশগ্রহণ আরো বাড়ানোর তাগিদ দেন প্রধান উপদেষ্টা।
আপনার মতামত লিখুন :