মিয়ানমারের রাখাইন রাজ্যের বর্তমান অবস্থায় রোহিঙ্গাদের নিরাপদভাবে প্রত্যাবাসন করা সম্ভব নয় জানিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান বলেছেন,নিরাপদে তাদের দেশে ফেরাতে সব পক্ষের সঙ্গে কাজ করছে বাংলাদেশ। সফল হওয়ার সম্ভাবনা রয়েছে।শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় কক্সবাজার শহরের রাখাইন পল্লীতে জলকেলি উৎসব উপলক্ষ্যে ‘শুভ রাখাইন সাংগ্রেং ১৩৮৭’ শীর্ষক আলোচনাসভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, ‘আমরা সব পক্ষের সঙ্গে কাজ করে যাচ্ছি, যাতে আরাকানে (রাখাইন) শান্তি এবং স্থিতি অবস্থা ফিরে আসে এবং রোহিঙ্গা প্রত্যাবাসনের একটি পরিস্থিতি বিরাজ করে। আশা করছি আমরা সফল হবো।’
ড. খলিলুর রহমান বলেন, আমাদের দেশ সব ধর্মের, সব নৃ-গোষ্ঠির, সব সংস্কৃতির একটি দেশ। আমাদের দেশে এই সময়টা হচ্ছে উৎসবের সময়। আমরা বাংলা নববর্ষ পালন করেছি। আজ সাংগ্রেংয়ে এসেছি। সবাইকে শুভেচ্ছা।
সাংবাদিকওেদর এক প্রশ্নের জবাবে মিয়ানমার সরকার এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হওয়াকে বর্তমান সরকারের বিশাল কূটনৈতিক সফলতা মন্তব্য করে উপদেষ্টা বলেন,এটি উল্লেখযোগ্য পদক্ষেপ। এই পদক্ষেপটি প্রয়োজন ছিল রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য।তিনি আরও বলেন, আমি রোহিঙ্গাদের বলেছি একটি আন্তর্জাতিক জাতিসংঘের সম্মেলন হচ্ছে, যে সম্মেলনে রোহিঙ্গারা যেন সঙ্গবদ্ধভাবে একটি অবস্থান তুলে ধরেন, যাতে নিরাপদে স্বদেশে ফেরত যেতে পারেন। আমরা সব দরজা খোলা রেখেছি, সব পক্ষের সঙ্গে আলোচনা করছি। প্রধান উপদেষ্টার ঘোষণা মতে আগামী ঈদে যেন রোহিঙ্গারা মিয়ানমারের ফেরতে যেতে পারেন তার জন্য চেষ্টা চলছে।
সন্ধ্যা ৬টায় কক্সবাজার শহরের পেশকারপাড়ায় জলকেলি মন্ডপে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টিটিভ ড. খলিলুর রহমান। এতে সভাপতিত্ব করেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন।ছবি-সংগৃহীত
আপনার মতামত লিখুন :