শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৫, ২৫ মাঘ ১৪৩১

দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৫, ০৯:৩৮ এএম

দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা

কোনো ধরনের উসকানিমূলক কর্মকান্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে দায়ী ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছে অন্তর্র্বতীকালীন সরকার।
শুক্রবার(৬ফেব্রæয়ারি) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বিবৃতিতে তা জানানো হয়।
অন্তর্র্বতী সরকারের বিবৃতিতে বলা হয়,অন্তর্র্বতী সরকার গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে কতিপয় ব্যক্তি ও গোষ্ঠী সারাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করছে। সরকার এ ধরনের কর্মকান্ড শক্তভাবে প্রতিহত করবে।
অন্তর্র্বতী সরকার নাগরিকদের জানমালের নিরাপত্তা রক্ষায় প্রস্তুত জানিয়ে আরও বলা হয়,কোনো ধরনের উসকানিমূলক কর্মকান্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে দায়ী ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেবে এবং দোষীদের বিচারের মুখোমুখি দাঁড় করাবে।


 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!