মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩১

হাসপাতালে একাই হাঁটছেন খালেদা জিয়া

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৫, ০৭:৪৮ পিএম

হাসপাতালে একাই হাঁটছেন খালেদা জিয়া

লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের কিছুটা উন্নতি হয়েছে। কারো সাহায্য ছাড়া তিনি এখন একাই হাঁটতে পারছেন।  রোববার (১২জানুয়ারি) সাংবাদিকদের ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।
তিনি জানান, সোমবার বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে খালেদা জিয়ার বিশেষ কিছু পরীক্ষা করানো হতে পারে। অপরদিকে চেয়ারপারসনের উপদেষ্টা ড.এনামুল হক জানিয়েছেন,বাংলাদেশে খালেদা জিয়ার চিকিৎসা আন্তর্জাতিক মানের হয়েছে বলে জানিয়েছেন লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা। 
তিনি আরও জানান,রোববার অধ্যাপক জন প্যাট্রিক কেনেডি খালেদা জিয়াকে দেখে গেছেন। এই বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনেই লন্ডনে দ্য ক্লিনিকে তার চিকিৎসা চলছে। এছাড়া এদিন খালেদা জিয়াকে ফিজিওথেরাপিও দেওয়া হয়েছে। গতকালের চেয়ে তার অবস্থা স্ট্যাবল ছিল।
অন্য দিনের মতো রোববারও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমান খালেদা জিয়াকে দেখতে এসেছেন বলেও জানান তিনি। উন্নত চিকিৎসার জন্য গত বুধবার (৮ জানুয়ারি) খালেদা জিয়া লন্ডনে আসেন। ওই দিনই লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি তাকে লন্ডনের বিশেষায়িত বেসরকারি হাসপাতাল ‘দ্য ক্লিনিকে’ নেওয়া হয়। এরপর থেকে প্রতিদিনই খালেদা জিয়ার ‘রুটিন স্বাস্থ্য পরীক্ষা’ চলছে। মায়ের জন্য খাবার নিয়ে ক্লিনিকে যাওয়ার সময় সবার জন্য দোয়া করতে বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!