বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী রবগম খালেদা জিয়ার চিকিৎসা সেবায় ঢাকায় আসছেন যুক্ত হতে যুক্তরাজ্য ও চীন থেকে দুইটি বিশেষজ্ঞ চিকিৎসক দল।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গঠিত চেয়ারপারসনের মেডিকেল বোর্ডকে অধিকতর সহযোগিতা ও পরামর্শ দেওয়ার উদ্দেশ্যে এই বিদেশি বিশেষজ্ঞরা আসছেন।
আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে চীন থেকে এবং আগামীকাল বুধবার (৩ ডিসেম্বর) যুক্তরাজ্য থেকে তারা ঢাকায় পৌঁছাবেন।
বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এবং দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
এদিকে এভারকেয়ার হাসপাতালে দায়িত্বরত মেডিকেল বোর্ড ও দলীয় সূত্র জানায়, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশি ও বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এছাড়া খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) ঘোষণার পর তার নিরাপত্তা নিশ্চিত করতে এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সদস্যরা। ফাইল-ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :