বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

রাজনৈতিক হয়রানিমূলক সব মামলা ৭ দিনের মধ্যে প্রত্যাহার: আইনউপদেষ্টা

আইন-অপরাধ ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৫, ০৪:২৭ পিএম

রাজনৈতিক হয়রানিমূলক সব মামলা ৭ দিনের মধ্যে প্রত্যাহার: আইনউপদেষ্টা

আগামী ৭ দিনের মধ্যে রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য আওয়ামী লীগ আমলে দায়ের করা প্রায় আড়াই হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হবে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
আইন উপদেষ্টা বলেন,সাইবার সিকিউরিটি আইনের অধীনে যত মামলা রয়েছে, সব মামলা প্রত্যাহার করা হবে। সেই সঙ্গে সাইবার সিকিউরিটি আইন সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে। তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এ নিয়ে কাজ করছে।
ড. আসিফ নজরুল বলেন, দেশের ২৫টি জেলায় আড়াই হাজার রাজনৈতিক হয়রানিমূলক বা গায়েবি মামলা চিহ্নিত করা হয়েছে। এসব মামলায় লাখ লাখ মানুষ আসামি। আগামী ফেব্রæয়ারির মধ্যে এসব মামলা প্রত্যাহার করা হবে।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!