শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫, ১২ মাঘ ১৪৩১

উচ্চ প্রবৃদ্ধির ভুয়া তথ্য দিত শেখ হাসিনা সরকার- রয়টার্সকে ড. ইউনূস

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৫, ১১:০৪ এএম

উচ্চ প্রবৃদ্ধির ভুয়া তথ্য দিত শেখ হাসিনা সরকার- রয়টার্সকে ড. ইউনূস

অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে অর্থনীতির উচ্চ প্রবৃদ্ধির বিষয়টি ‘ভুয়া’। শেখ হাসিনার দুর্নীতি নিয়ে প্রশ্ন না তোলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনাও করেছেন ড. ইউনূস। ১৫ বছরের শাসনামলে অর্থনীতি ও গার্মেন্টস শিল্পে সাফল্যের কথা শুনিয়েছেন শেখ হাসিনা। তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন এবং বাকস্বাধীনতা ও ভিন্নমতকে দমন করার গুরুতর অভিযোগ রয়েছে।
২০০৯ সাল থেকে বাংলাদেশে ক্ষমতায় থাকা শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা, হত্যা, দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগের তদন্ত চলছে। গত ৫ আগস্ট তীব্র ছাত্র-জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। হাসিনা ও তার দল অপকর্মের বিষয়টি অস্বীকার করেছে। অন্যদিকে, হাসিনাকে প্রত্যর্পণে চিঠি দিলেও বাংলাদেশ সরকারকে সাড়া দেয়নি ভারত।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সুইস আলপাইন রিসোর্টে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভার ফাঁকে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ড. ইউনূস বলেন,‘তিনি (শেখ হাসিনা) দাভোসে সবাইকে বলেছিলেন কিভাবে একটি দেশ পরিচালনা করতে হয়। কেউই তখন নিয়ে প্রশ্ন তোলেননি। এটি মোটই ভালো কথা নয়।’
প্রধান উপদেষ্টা বলেন, ‘এরজন্য পুরো বিশ্ব দায়ী।এটি বিশ্বের জন্য শিক্ষা হয়ে রইল। তিনি (শেখ হাসিনা) বলেছিলেন, আমাদের প্রবৃদ্ধির হার অন্য সবাইকে ছাড়িয়েছে গেছে। এটি ছিল সম্পূর্ণ জালিয়াতি।’
প্রবৃদ্ধি নিয়ে শেখ হাসিনার দাবিকে জাল বললেও এটি নিয়ে বিস্তারিত বলেননি ড. ইউনূস। তবে ব্যাপক পরিসরে ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির গুরুত্ব এবং সম্পদের বৈষম্য কমানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ সরকারের এই প্রধান।
তিনি বলেন,আমি ব্যক্তিগতভাবে প্রবৃদ্ধির হার নিয়ে চিন্তিত নই। আমি একেবারে তৃণমূলের মানুষের জীবনমান নিয়ে চালিত। আমি এমন একটি অর্থনীতি আনতে চাই,যা সম্পদ পুঞ্জীভূত করার ধারণাকে বদলে দেবে।’
ড. ইউনূস শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারতের প্রতি দাবি জানিয়েছেন। যাতে করে তার অপকর্মের জন্য তাকে বিচারের মুখোমুখি করা যায়। চীনকে বাংলাদেশের দীর্ঘমেয়াদী বন্ধু হিসেবে উল্লেখ করে ইউনূস বলেন,‘নয়াদিল্লির সঙ্গে টানাপোড়েন সম্পর্ক ব্যক্তিগতভাবে আমাকে অনেক কষ্ট দেয়।’ তিনি বলেন, ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক সবচেয়ে শক্তিশালী হওয়া উচিত। বাংলাদেশের মানচিত্র না এঁকে আপনি ভারতের মানচিত্র আঁকতে পারবেন না।’

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!