শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫, ১২ মাঘ ১৪৩১

দ্য লন্ডন ক্লিনিক থেকে ছাড়পত্র পাচ্ছেন খালেদা জিয়া

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৫, ১১:২৫ এএম

দ্য লন্ডন ক্লিনিক থেকে ছাড়পত্র পাচ্ছেন খালেদা জিয়া


যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিক থেকে খালেদা জিয়ার ছাড়া পাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন  বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় তার ছেলে তারেক রহমানের বাসায় যাবেন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে লন্ডন সময় সাংবাদিকদের ডা. জাহিদ বলেন, যদি সবকিছু ঠিকঠাক থাকে এবং পরীক্ষার রিপোর্টগুলো প্রত্যাশা অনুযায়ী আসে, ইনশাআল্লাহ ম্যাডামকে (খালেদা জিয়া) হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হতে পারে। তবে এখানকার চিকিৎসকরা এখনো ছাড়পত্র দেননি। কারণ আজ কিছু অতিরিক্ত পরীক্ষা করা হচ্ছে। আজ সন্ধ্যায় তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়ার সম্ভাবনা রয়েছে।জাহিদ বলেন,হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরও বিএনপি চেয়ারপারসন অধ্যাপক জন প্যাট্রিক কেনেডি ও জেনিফার ক্রসের তত্ত্বাবধানে থাকবেন, কারণ তারা মেডিকেল বোর্ডের সঙ্গে পরামর্শক্রমে তার চিকিৎসার তত্ত্বাবধান করছেন। তিনি বলেন, যুক্তরাজ্যের মেডিকেল প্রটোকল অনুসরণ করে তাকে (খালেদা জিয়া) চিকিৎসা দেয়া হবে।’
ডা. জাহিদ বলেন, বিএনপি চেয়ারপারসন মোটামুটি এখন অনেক ভালো বোধ করছেন, তবে লিভার প্রতিস্থাপনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তিনি বলেন, লিভার প্রতিস্থাপনের বিষয়ে এত বড় সিদ্ধান্ত নেয়ার আগে অন্যান্য স্বাস্থ্য জটিলতার পাশাপাশি তার বয়স এবং তার লিভারের রোগের তীব্রতা বিবেচনা করা গুরুত্বপূর্ণ।কারাগারে থাকাকালীন তিনি প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়ে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন বলে জানান এই চিকিৎসক। তাকে আরো আগে বিদেশে নিয়ে আসা হলে হয়তো তিনি দ্রæত সুস্থ হয়ে উঠতেন। চিকিৎসকরা বলছেন, আগে ব্যবস্থা নিলে ভিন্ন ফল পাওয়া যেত।
জাহিদ বলেন,লন্ডন ক্লিনিকের চিকিৎসক এবং জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা ওষুধের মাধ্যমে তার চিকিৎসা চালিয়ে যাওয়ার বিষয়ে মূলত একমত হয়েছেন। তিনি আরো বলেন, কিছু পরীক্ষার ফলাফল এখনো পাওয়া যায়নি এবং কিছু নমুনা আরো বিশ্লেষণের জন্য প্রেরণ করা হয়েছে। ‘এসব ফলাফলের ওপর ভিত্তি করে তার ভবিষ্যতে চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’তারেক রহমানের বাসায় অবস্থানকালে মেডিকেল বোর্ড তার স্বাস্থ্য নিবিড়ভাবে পর্যবেক্ষণ অব্যাহত রাখবে এবং প্রয়োজনীয় চিকিৎসা পরিকল্পনা সমন্বয় করবে। তিনি বলেন, খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ খালেদা জিয়া ও তার পরিবার।এর আগে গত ৮ জানুয়ারি কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে যুক্তরাজ্যে পৌঁছানোর পরপরই খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি লিভার বিশেষজ্ঞ অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। 
 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!