দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিতে পারেননি বলেই বৃটেনের দুর্নীতি নিবারণের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী টিউলিপ সিদ্দিক পদত্যাগ করতে বাধ্য হয়েছেন বলে মনে করেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান (দুদক) ড. মোহাম্মদ আবদুল মোমেন। তিনি বলেন,এজন্য সে দেশের (বৃটেনের) প্রধানমন্ত্রীর প্রবল সমর্থন থাকা সত্ত্বেও তাকে পদত্যাগ করতে হয়েছে।রোববার দুদকের প্রধান কার্যালয়ের সামনে ঈদ পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
দুদক চেয়ারম্যান বলেন,দুর্নীতি দমন কমিশন তার আইনজীবীর মাধ্যমে টিউলিপ সিদ্দিককে ইতিপূর্বেই জানিয়ে দিয়েছে-সম্পূর্ণভাবে দালিলিক প্রমাণের ভিত্তিতে আদালতে দুর্নীতির চার্জশিট দাখিল করা হয়েছে।তিনি বলেন,আদালতে হাজির হয়ে তারা যেন অনুগ্রহ করে এই অভিযোগের মোকাবিলা করেন। এটি কম্পাউন্ডেবল মামলা নয়, যে চিঠি লেখালিখি করে মামলার পরিণতি নির্ধারণ করা যাবে। আদালতেই তা নির্ধারিত হবে। আদালতে তার অনুপস্থিতি আপরাধমূলক পলায়ন বলে বিবেচিত হবে। কেবল টিউলিপ সিদ্দিক নন, দুর্নীতি প্রশ্নে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে যেকোনো সাধারণ নাগরিকের বেলাতেও দুদক একই প্রণীত প্রক্রিয়া অবলম্বন করবে।’
আপনার মতামত লিখুন :