রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২

চলতি সপ্তাহেই নির্বাচনের তফসিল, এক ঘণ্টা বাড়ছে ভোটগ্রহণের সময়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৫, ০৩:৪৫ পিএম

চলতি সপ্তাহেই নির্বাচনের তফসিল, এক ঘণ্টা বাড়ছে ভোটগ্রহণের সময়

নিজস্ব প্রতিবেদক: চলতি সপ্তাহেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। সেই সঙ্গে এবার ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানো হবে বলেও জানিয়েছেন তিনি। রোববার (৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির সম্মেলন কক্ষে আয়োজিত কমিশন সভা শেষে এসব তথ্য জানান তিনি।
ইসি সানাউল্লাহ বলেন,এবার রাতের ভোটের মতো কোনো ঘটনা ঘটবে না। সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। আগের রাতে ব্যালটসহ ভোটগ্রহণের সব সামগ্রী কেন্দ্রে পাঠানো হবে। বিস্তারিত আসছে...

 

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!