সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩১

‘সার্বভৌমত্বের প্রশ্নে সবাই এক,বাংলাদেশকে নতজানু ভাবার অবকাশ নেই’-আইনউপদেষ্টা

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৪, ০৮:০৯ পিএম

‘সার্বভৌমত্বের প্রশ্নে সবাই এক,বাংলাদেশকে নতজানু ভাবার অবকাশ নেই’-আইনউপদেষ্টা

অন্তর্বতী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন ‘সার্বভৌমত্বের প্রশ্নে সবাই এক,বাংলাদেশকে নতজানু ভাবার অবকাশ নেই’।বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার সঙ্গে হওয়া রাজনৈতিক দলগুলোর বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।
আসিফ নজরুল বলেন, ‘বৈঠকে আমরা গোটা জাতি ভারতের অপপ্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ রয়েছি। এ জন্য আমরা সবাই মিলে একটি সমাবেশ করতে পারি কি না, পলিটিক্যাল কাউন্সিল করতে পারি কি না, এমনকি নিরাপত্তার কাউন্সিল করতে পারি কি না, এই প্রস্তাব আনা হয়েছে। আইন উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশের সব রাজনৈতিক দল আজ উপস্থিত ছিল। এই বৈঠকে সবাই বাংলাদেশের সার্বভৌমত্ব,অস্তিত্ব, স্বাধীনতা ও মর্যাদা রক্ষার প্রশ্নে ঐকমত্যে পৌঁছেছে। সভায় সব সম্প্রদায়ের মানুষের ভূমিকার প্রশংসা করা হয়েছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি যেকোনো উসকানির মুখে অটুট রাখার কথা বলা হয়েছে।’
আসিফ নজরুল বলেন ‘যেকোনো ধরনের অপপ্রচার ও উসকানির বিরুদ্ধে আমরা সাহসী, অটুট ও ঐক্যবদ্ধ থাকব।ভবিষ্যতে যেকোনো ধরনের উসকানি এলে আমরা আমাদের ঐক্য আরো বেগবান দেখানোর প্রচেষ্টা অব্যাহত রাখব।’তিনি বলেন, ‘এই সভার মূল সুর ছিল আমাদের মধ্যে মত, পদ, আদর্শের ভিন্নতা থাকবে; কিন্তু দেশ, সার্বভৌমত্ব, অস্থিত্ব রক্ষার প্রশ্নে আমরা সবাই এক। সবার ওপরে দেশ এবং এটা থেকে আমরা কখনো বিচ্যুত হবো না। বাংলাদেশকে দুর্বল, শক্তিহীন, নতজানু ভাবার কোনো অবকাশ নেই, এই বার্তা প্রকাশ করতে, এই বার্তা জানিয়ে দিতে বলা হয়েছে।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!