ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার দ্বারপ্রান্তে দেশ। তবু সময়মতো ভোট অনুষ্ঠিত হবে কি না-এ নিয়ে জনমনে এখনো নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। অনাস্থা-সংশয় কাটেনি। একই সঙ্গে কয়েকটি রাজনৈতিক দল লেভেল প্লেয়িং ফিল্ড নিয়েও অসন্তেষ প্রকাশ করছে। একাধিক রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত থাকা, গণতান্ত্রিক চর্চার অভাব এবং আইনের পরিবর্তে পেশিশক্তির ব্যবহারের প্রবণতাই এ সংকটকে ঘনীভূত করেছে। ভোট কেন্দ্রেও যেতে অনেকে দ্বিধাদ্ব›েদ্ব আছে।
আবারও ঘনিয়ে আসছে জাতীয় নির্বাচন। এতে ভোটাধিকার প্রয়োগ করতে না পারার দীর্ঘদিনের আক্ষেপ ঘুচবে কি না- সে প্রশ্নের উত্তর সময়ই দেবে। তবে ঘোষিত সময়েই নির্বাচন হবে কি না, সেই প্রশ্নে ‘হয়তো-কিন্তু’ রয়ে গেছে অনেকের মনে।
বদলি ও পদায়নে রাজনৈতিক বিবেচনার অভিযোগ, পেশিশক্তির ব্যবহার, হেইট স্পিচ ও হুমকি-ধমকির বিস্তার, অবৈধ অস্ত্র উদ্ধারের হার কম থাকা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির নাজুক দশা-এসব বিষয় শুধু সাধারণ মানুষকেই নয়, রাজনৈতিক দলগুলোকেও ভাবিয়ে তুলছে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে।
লেখক ও গবেষক আলতাফ পারভেজ বলেন, নির্বাচন আয়োজন নিয়ে দীর্ঘসূত্রতা এবং সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর দুর্বলতা রাজনৈতিক সংকটকে আরও উসকে দিয়েছে এবং জনমনে অনাস্থা তৈরি করেছে।
তিনি আরও বলেন, কেউ কেউ নির্বাচন পেছাতে চায়, আবার কেউ কেউ নির্বাচন না দিয়েই অনেকদিন ক্ষমতায় থাকতে চায় এ ধরনের ঘটনা অতীতেও ঘটেছে। ফলে জনগণের মধ্যে আস্থাহীনতা তৈরি হয়েছে। আমলাতন্ত্র বা প্রশাসন নিয়ে রাজনৈতিক দলগুলোর যে বিতর্ক ও অভিযোগ, তার উৎস মূলত সরকারের নিষ্ক্রিয়তা কিংবা অদক্ষতা।
রাষ্ট্রচিন্তক ও লেখক আবুল কাশেম ফজলুল হক মনে করেন, রাজনৈতিক পরিশুদ্ধতা ও মানসিকতার পরিবর্তন ছাড়া শুধু ভোট বা নির্বাচন মানুষের মনে জমে থাকা হতাশা দূর করতে পারবে না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বলেন, রাজনৈতিক দল ছাড়া গণতান্ত্রিক রাজনীতি সম্ভব নয়। রাজনৈতিক নেতৃত্ব ছাড়া নানা কৌশলে উঠে আসা ব্যক্তিদের দিয়ে বিশ্বের কোনো রাষ্ট্রেই গণতন্ত্রের দিকে যাত্রা সফল হয়নি।তার মতে, যোগ্য নেতৃত্ব, বিদেশমুখিতা পরিহার এবং সুস্থ গণতান্ত্রিক ধারাবাহিকতাই বর্তমান রাজনৈতিক সংকট কাটিয়ে উঠতে পারে।সংগৃহীত

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :