শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

বাংলাদেশের চারপাশে বন্ধুভাবাপন্ন দেশ নেই: আইন উপদেষ্টা

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৪, ১১:০৭ এএম

বাংলাদেশের চারপাশে বন্ধুভাবাপন্ন দেশ নেই: আইন উপদেষ্টা

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন বাংলাদেশের চারপাশে তো বন্ধুভাবাপন্ন দেশ নেই। কোনোভাবেই জঙ্গিবাদ, উগ্রবাদকে অ্যালাউ করতে পারি না। কোনো অজুহাতেই না। কোনো মোড়কেই না।’
তিনিবলেন,‘বাংলাদেশের চারপাশে তো বন্ধুভাবাপন্ন দেশ নেই। তাদের সবসময় চেষ্টা থাকে বাংলাদেশকে হেয় করা, কোনো একটা ঘটনাকে ফুলিয়ে ফাপিয়ে দেখা, এটা নিয়ে ষড়যন্ত্র করা।
বৃহস্পতিবার ১৪ নভেম্বর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ২০০৫ সালে আত্মঘাতী বোমা হামলায় নিহত জেলা জজ আদালতের দুই বিচারক জগন্নাথ পাঁড়ে ও সোহেল আহমেদের স্মরণে আয়োজিত সভায় তিনি এমন মন্তব্য করেন।
অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের,সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল,ঢাকার জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন, ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত মহাপরিচালক সাব্বির ফয়েজ প্রমুখ বক্তব্য রাখেন।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!