মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩১

সচিবালয়ে আগুন/উচ্চপর্যায়ের কমিটি গঠন,৩ দিনে প্রাথমিক প্রতিবেদন

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৪, ১১:০০ পিএম

সচিবালয়ে আগুন/উচ্চপর্যায়ের কমিটি গঠন,৩ দিনে প্রাথমিক প্রতিবেদন

সচিবালয়ে অগ্নিকান্ডের ঘটনায় জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করেছে সরকার। এই কমিটিকে আগামী তিনদিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন দিতে বলা হয়েছে। এ তথ্য জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।বৃহস্পতিবার (২৬ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।
পরিবশে উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টার সভাপতিত্বে এদিন একটি জরুরি বৈঠকে উচ্চপর্যায়ের এই কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। এই কমিটির সভাপতির দায়িত্বপালন করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। সদস্য হিসেবে থাকবেন গৃহায়ন ও গণপূর্ত সচিব,পুলিশের আইজিপি, ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের মহাপরিচালক (সদস্য সচিব), সদস্য সশস্ত্র বাহিনীর একজন বিস্ফোরক বিশেষজ্ঞ এবং বুয়েট থেকে ৩ জন বিশেষজ্ঞ, একজন সিভিল ইঞ্জিনিয়ার, একজন কেমিকেল ইঞ্জিনিয়ার এবং একজন ইলেট্রিক্যাল ইঞ্জিনিয়ার।
তিনি বলেন, এই কমিটি অগ্নিকান্ডের কারণ, উৎস এগুলো খুঁজে বের করে আগামী তিনদিনের মধ্যে একটি প্রাথমিক রিপোর্ট সরকারকে দেবে। প্রথিমিক প্রতিবেদনের বিষয়টি গণমাধ্যমকে বিস্তারিত জানানো না গেলেও পূর্ণাঙ্গ প্রতিবেদন গণমাধ্যমকে পুরোটাই জানানো হবে। যতদ্রæত সম্ভব দ্রæত এ প্রতিবেদন দেওয়া হবে।
এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
এর আগে বুধবার (২৫ডিসেম্বর) মধ্যরাত ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের চেষ্টায় বৃহস্পতিবার সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এই ভবনে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, ডাক ও টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি, শ্রম ও কর্মসংস্থান, যুব ও ক্রীড়া, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়, সড়ক পরিবহন সেতু বিভাগ রয়েছে। দুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের হেডকোয়ার্টারে ফায়ার ফাইটার নয়নের জানাজা শেষে সাংবাদিকদেও প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,শোয়ানুর জামান নয়নের মৃত্যুর ব্যর্থতার দায় অবশ্যই আমাদের আছে। ফায়ার ফাইটাররা কাজ করা অবস্থায় সেখানে ট্রাক চলাচল করা মোটেও উচিত ছিল না, তারপরও চলছে। কিন্তু ইতোমধ্যেই আমরা ট্রাকচালককে ধরেছি। তাকে আইনের আওতায় অবশ্যই নিয়ে আসব।
আগুনের সূত্রপাত কীভাবে হয়ে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা একটা হাইপাওয়ার তদন্ত কমিটি গঠন করেছি। এই তদন্ত কমিটি রিপোর্টটা দিলে খুব শিগগিরই আপনারা জানতে পারবেন এর সূত্রপাত কীভাবে এবং কেন এই অগ্নিকান্ড ঘটেছে।
ছাত্র আন্দোলনের দুজন উপদেষ্টা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছেন, এটা ফ্যাসিস্ট হাসিনার ষড়যন্ত্র হতে পারে- আপনার কাছে এমনটা মনে হয় কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ইনভেস্টিগেশনের আগে আমি কিছু বলতে পারব না। কেন না এখান থেকে ক্যাবিনেট ডিভিশন থেকে ইনভেস্টিগেশন টিম তৈরি করে দিছে। ইনভেস্টিগেশনের পরে আমরা এটা বলতে পারব।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!