বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

দেশে জাতীয় নির্বাচনসহ স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্র্বতী সরকার: প্রধান উপদেষ্টা

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৫, ০৯:৪৪ পিএম

দেশে জাতীয় নির্বাচনসহ স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্র্বতী সরকার: প্রধান উপদেষ্টা

অন্তর্র্বতী সরকার জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড.  মুহাম্মদ ইউনূস। বুধবার(৮জানুয়ারি)ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের (ইআইবি) ভাইস-প্রেসিডেন্ট নিকোলা বিয়ারের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
এসময় অধ্যাপক ইউনূস পরবর্তী সাধারণ নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্র্বতী সরকারের পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্র্বতী সরকার একইসঙ্গে স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে যেন- স্থানীয় সরকার সত্যিই স্থানিক থাকে এবং একটি সরকার নিশ্চিত করা যায়।
গত বছরের ৭ জানুয়ারি আওয়ামী লীগের শাসনামলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে ছাত্রদের আন্দোলনের তোপের মুখে পড়ে গত বছরের ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে চলে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে আওয়ামী লীগের দীর্ঘ ১৫ বছরের আধিপত্যের পতন ঘটে। এরপর নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্র্বতীকালীন সরকার।
সেই থেকেই বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলগুলো নির্বাচনের জন্য জোর দাবি জানিয়ে আসছে। তাদের দাবির পরিপ্রেক্ষিতে অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন,জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন নিয়ে অন্তর্র্বতী সরকার কাজ করছে। এর আগে গত ১৭ ডিসেম্বর জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে তিনি বলেন, ২০২৫ সালের শেষ দিক থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে জাতীয় নির্বাচন হবে। যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে ২০২৫ সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। 
সরকারপ্রধান বলেন,আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি তাহলে আরো অন্তত ৬ মাস অতিরিক্ত সময় লাগতে পারে। মোটাদাগে বলা যায়, ২০২৫ সালের শেষ দিক থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়।

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!