বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩১

প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিলেন ড. মুহাম্মদ ইউনূস

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৮, ২০২৪, ১০:০০ পিএম

প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিলেন ড. মুহাম্মদ ইউনূস

অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিলেন ড. মুহাম্মদ ইউনূস। ৮ আগস্ট রাত সাড়ে ৯টায় বঙ্গভবনের দরবার হলে তাঁকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ সময় আওয়ামী লীগের কোনো নেতা উপস্থিত ছিলেননা। এছাড়া দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সামরিক বেসামরিক কর্মকর্তা ও কূটনীতিকেরা দরবার হলে উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টা শপথ নেওয়ার পরে উপদেষ্টাবৃন্দরা রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন এর কাছে শপথ নেন। অন্তর্র্বতীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে ১৬ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁরা হলেন:
১. সালেহ উদ্দিন আহমেদ। ২. ড. আসিফ নজরুল। ৩. আদিলুর রহমান খান। ৪. হাসান আরিফ। ৫. তৌহিদ হোসেন। ৬. সৈয়দা রিজওয়ানা হাসান। ৭. মো. নাহিদ ইসলাম। ৮. আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ৯. ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন (অব.)। ১০. সুপ্রদিপ চাকমা। ১১. ফরিদা আখতার। ১২. বিধান রঞ্জন রায়। ১৩. আ.ফ.ম খালিদ হাসান। ১৪. নূর জাহান বেগম। ১৫. শারমিন মুরশিদ। ১৬. ফারুক-ই-আজম। এরমধ্যে তিনজন উপদেষ্টা ঢাকার বাইরে অবস্থান করায় শপথগ্রহণ অনুষ্ঠানে আসতে পারেননি। তারা হলেন- ফারুক-ই-আজম (বীর প্রতীক), সুপ্রদীপ চাকমা ও বিধান রঞ্জন রায়।
 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!