বৃহস্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫, ১৯ পৌষ ১৪৩১

আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে নির্বাচনে অংশ নিতে বাধা নেই : সিইসি

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৪, ০১:৩৮ পিএম

আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে নির্বাচনে অংশ নিতে বাধা নেই : সিইসি

সরকার বা আদালত যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে, তাহলে দলটির নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। 
সোমবার (৩০ডিসেম্বর) বেলা ১১টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউজে ‍‍`ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন‍‍` উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সিইসি বলেন,এখন নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন। ডানে, বামে বা বহির্বিশ্বের কোনো চাপ নেই। এখন আমরা বিবেকের চাপে আছি।তিনি আরো বলেন, এখন আমরা বিবেকের চাপে আছি। এদেশে ভালো নির্বাচন করাও সম্ভব, খারাপ নির্বাচন করাও সম্ভব।" 
বিগত নির্বাচন কমিশনকে শাস্তির আওতায় আনার চিন্তভাবনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, "এটা নির্বাচন সংস্কার কমিশনের বিষয়। আমরা ওনাদের সুপারিশনামা এখনো পাইনি। তবে আমাদের কমিশনের পক্ষ থেকে এ ধরনের কোনো চিন্তা করা হচ্ছে না; সিদ্ধান্তও নেই।"
অন্য এক প্রশ্নের জবাবে নাসির উদ্দিন বলেন, "আমরা ভোটারদের আস্থাহীনতা দূর করব। এজন্য বাড়ি বাড়ি যাব। ৬ মাসের মধ্যে এই কাজ শেষ করব। ভোটার তালিকা থেকে যারা বাদ পড়ে গেছে, তাদের অন্তর্ভুক্ত করব।এবার আগের মতো ভোট হবে না জানিয়ে তিনি বলেন,"আপনাদের বলতে চাই, এবারের নির্বাচন আগের মতো হবে না। এর জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে। এজন্য সবার সহযোগিতা লাগবে।"

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!